Advertisement
০৬ মে ২০২৪
Heart Attack

শুধু সুস্মিতা নন, শরীরচর্চা করেও হৃদ্‌‌রোগে আক্রান্ত হন এই বলি তারকারা, হয়েছে মৃত্যুও

হৃদ্‌‌রোগের প্রকোপ কি ইদানীং বাড়ছে? সম্প্রতি হৃদ্‌‌রোগে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। আরও অনেক তারকাই এই রোগের শিকার হয়েছেন।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৩ ১৩:১৬
Share: Save:
০১ ২০
a representative photograph of Heart Attack

করোনা পরবর্তী অধ্যায়ে হৃদ্‌‌রোগে আক্রান্তের প্রকোপ যেন ক্রমশই বাড়ছে। চেনা-পরিচিতদের অনেকেই এই রোগের শিকার হচ্ছেন। তাঁদের কেউ কেউ তো আবার নিয়মিত শরীরচর্চাও করেন। স্বাস্থ্যসম্মত জীবনযাপন সত্ত্বেও হৃদ্‌‌রোগে আক্রান্তের খবর স্বাভাবিক ভাবেই উদ্বেগ ছড়িয়েছে জনমানসে।

প্রতীকী ছবি।

০২ ২০
photo of Sushmita Sen

গত ২ বছরে বলিউডের কলাকুশলীরাও হৃদ্‌‌রোগে আক্রান্ত হয়েছেন। এই তালিকায় নবতম সংযোজন প্রাক্তন বিশ্বসুন্দরী তথা অভিনেত্রী সুস্মিতা সেন। ৪৭ বছর বয়সি সুস্মিতা নিয়মিত যোগাভ্যাস করেন। তার নিদর্শন সমাজমাধ্যমের দৌলতেই চাক্ষুষ করা গিয়েছে। অথচ তিনিই হৃদ্‌‌রোগে আক্রান্ত হয়েছেন।

ছবি সংগৃহীত।

০৩ ২০
photo of Sushmita Sen

বৃহস্পতিবার এই বঙ্গললনা নিজেই হৃদ্‌‌রোগে আক্রান্তের খবর জানিয়েছেন। কয়েক দিন আগে তিনি হৃদ্‌‌রোগে আক্রান্ত হয়েছিলেন। করানো হয় অ্যাঞ্জিওপ্লাস্টি। তবে এখন তিনি দিব্য রয়েছেন। আগের মতো স্বাভাবিক জীবনে ফিরতে তিনি তৈরিও বলে জানিয়েছেন। সুস্মিতার হৃদ্‌‌রোগে আক্রান্তের খবর তাঁর অনেক অনুরাগীরই হৃদয়কেই নাড়িয়ে দিয়েছে।

ছবি সংগৃহীত।

০৪ ২০
photo of Saif Ali Khan.

শুধু সুস্মিতা একা নন, বলিউডের আরও অনেক তারকাই হৃদ্‌‌রোগে আক্রান্ত হয়েছিলেন। তাঁরাও শরীর-স্বাস্থ্য সম্পর্কে বিশেষ ভাবে সচেতন। হৃদ্‌‌রোগের ক্ষত সারিয়ে সেই তারারা এখন স্বাভাবিক ভাবেই জীবনযাপন করছেন। তাঁদের মধ্যে অন্যতম অভিনেতা সইফ আলি খান।

ছবি সংগৃহীত।

০৫ ২০
photo of Saif Ali Khan.

২০০৭ সালে হৃদ্‌‌রোগে আক্রান্ত হয়েছিলেন সইফ। তখন তাঁর বয়স ছিল ৩৬। বলিপাড়ার অন্যতম সুদর্শন নায়ক তিনি। নায়কোচিত ভাবধারা বজায় রাখতে শরীরচর্চার পাশাপাশি স্বাস্থ্যের প্রতিও তিনি যত্নশীল। কিন্তু বহু মহিলার হৃদয় কাঁপানো সেই সইফই এই রোগের কবলে পড়েছিলেন।

ছবি সংগৃহীত।

০৬ ২০
photo of remo d'souza

নাচ তাঁর প্যাশন। তিনি ভাল নাচেনও। বলিউডের অন্যতম নামী কোরিওগ্রাফার এবং পরিচালক রেমো ডি’সুজাও হৃদ্‌‌রোগে আক্রান্ত হয়েছিলেন।

ছবি সংগৃহীত।

০৭ ২০
photo of remo d'souza

২০২০ সালের ডিসেম্বর মাসে তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করানো হয়েছিল। তখন তাঁর বয়স ছিল ৪৬।

ছবি সংগৃহীত।

০৮ ২০
photo of sunil grover

বলিপাড়ার কৌতূকাভিনেতা হিসাবে তাঁর যথেষ্ট নামডাক রয়েছে। কপিল শর্মার শোয়ের হাত ধরে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন। সেই সুনীল গ্রোভারও হৃদ্‌‌রোগে আক্রান্ত হয়েছিলেন।

ছবি সংগৃহীত।

০৯ ২০
photo of sunil grover

গত বছরের শুরুতে সুনীলের বাইপাস সার্জারি করা হয়েছিল। তখন তাঁর বয়স ছিল ৪৪।

ছবি সংগৃহীত।

১০ ২০
photo of saira banu

বি-টাউনের বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানু হৃদ্‌‌রোগে আক্রান্ত হয়েছিলেন ২০২১ সালের অগস্ট মাসে। সেই সময় তাঁর বয়স ছিল ৭৭।

ছবি সংগৃহীত।

১১ ২০
photo of saira banu and Dilip Kumar

তার এক মাস আগেই প্রয়াত হন কিংবদন্তী অভিনেতা তথা তাঁর স্বামী দিলীপ কুমার। আর তার পরই হৃদ্‌‌রোগে আক্রান্ত হয়েছিলেন সায়রা।

ছবি সংগৃহীত।

১২ ২০
photo of sidharth shukla

এ বার দেখে নেওয়া যাক, এই হৃদ্‌রোগ সিনেমহলের কত তারাকে অকালে কেড়ে নিয়েছে। ২০২১ সালের ২ সেপ্টেম্বর হিন্দি টেলি দুনিয়ার অন্যতম জনপ্রিয় মুখ সিদ্ধার্থ শুক্লার আকস্মিক প্রয়াণ নাড়িয়ে দিয়েছিল সকলকে।

ছবি সংগৃহীত।

১৩ ২০
photo of sidharth shukla

চিকিৎসকরা জানিয়েছিলেন, হৃদ্‌‌রোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে সিদ্ধার্থের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪০। নিয়মিত শরীরচর্চা করতেন সিদ্ধার্থ। তার পরও তাঁর হৃদ্‌‌রোগে আক্রান্তের খবর ঘিরে উদ্বেগ ছড়ায়।

ছবি সংগৃহীত।

১৪ ২০
photo of KK

সিদ্ধার্থের মতো আরও এক মৃত্যু নাড়িয়ে দিয়েছিল সকলকে। গত বছরের ৩১ মে’র কথা। সে দিন কলকাতার নজরুল মঞ্চে শো করতে এসেছিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী কেকে।

ছবি সংগৃহীত।

১৫ ২০
photo of KK

গান করতে করতে মঞ্চেই অসুস্থ বোধ করেছিলেন শিল্পী। পরে তাঁর মৃত্যু হয়। হৃদ্‌‌রোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয় বলে জানান চিকিৎসকরা।

ছবি সংগৃহীত।

১৬ ২০
photo of raju srivastav

কেকের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই হৃদ্‌রোগে আক্রান্ত হন জনপ্রিয় কৌতূকাভিনেতা রাজু শ্রীবাস্তব। গত বছরের ১০ অগস্ট জিমে শরীরচর্চা করার সময় জ্ঞান হারান তিনি।

ছবি সংগৃহীত।

১৭ ২০
photo of raju srivastav

এর পর টানা ৪১ দিন নয়াদিল্লির এমসে চিকিৎসাধীন ছিলেন রাজু। গত বছরের ২৪ সেপ্টেম্বর প্রয়াত হন অভিনেতা। তাঁর বয়স হয়েছিল ৫৯।

ছবি সংগৃহীত।

১৮ ২০
photo of puneeth rajkumar

হৃদ্‌‌রোগে আক্রান্ত হয়ে অকালে প্রাণ ঝরেছে আরও এক জনপ্রিয় তারকার। হৃদ্‌‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন কন্নড় ছবির দুনিয়ায় পরিচিত মুখ পুনীত রাজকুমার।

ছবি সংগৃহীত।

১৯ ২০
photo of puneeth rajkumar

২০২১ সালের ২৯ অক্টোবর প্রয়াত হন পুনীত। রাজু শ্রীবাস্তবের মতো পুনীতও জিমে শরীরচর্চা করতে করতে হৃদ্‌‌রোগে আক্রান্ত হয়েছিলেন। তাঁর আকস্মিক প্রয়াণ নাড়িয়ে দিয়েছিল তাঁর ভক্তদের।

ছবি সংগৃহীত।

২০ ২০
a representative photograph of Heart Attack

শুধু তারকারাই নন, বহু সাধারণ মানুষও এই ২ বছরে হৃদ্‌‌রোগে আক্রান্ত হয়েছেন। তাঁদের কেউ কেউ প্রয়াতও হয়েছেন। চিকিৎসকদের পরামর্শ, হৃদ্‌রোগ সংক্রান্ত কোনও সমস্যা হলেই যেন দেরি না করা হয়। অবিলম্বে চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন। সেই সঙ্গে জিমে প্রশিক্ষকের পরামর্শ মেনেই শরীরচর্চা করাই বাঞ্ছনীয়।

প্রতীকী ছবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE