সোনার চেয়ে দামি। কথাটা আমার প্রায়ই বলে থাকি। উপমা হিসাবে ব্যবহার করা হলেও বিশ্বে কিন্তু এমন অনেক জিনিস আছে যা সত্যিই সোনার চেয়ে অনেকটাই দামি। সেই সব জিনিসের দাম শুনলে চমকে যেতে হয়। সোনার কাছাকাছি দামের বা সোনার চেয়ে বেশি দামী এমনই কিছু দুর্মূল্য জিনিসের কথা এক নজরে দেখে নেওয়া যাক।
আরও পড়ুন- বিলাসিতার আর এক নাম দুবাই! কেন-র উত্তর এই ছবিগুলি…
আরও পড়ুন- দুর্গোৎসবের নতুন ঠিকানা: আনন্দ উৎসব
আরও পড়ুন- এমা! এ তো বিচ্ছিরি, অঞ্জলি দিতে গিয়ে ওকেই অত সুন্দর লেগেছিল!