ট্রাকের উপর আস্ত একটা পরমাণু চুল্লি! তাতে ঠেসে ভরা হয়েছে তেজস্ক্রিয় ইউরেনিয়াম। এ ভাবেই মালবাহী গাড়িকে চলমান আণবিক বিদ্যুৎকেন্দ্রে বদলে ফেলছে মার্কিন ফৌজ। শুধু তা-ই নয়, পরমাণু চুল্লিওয়ালা ওই সমস্ত ট্রাকগুলিকে ন’টি সেনাঘাঁটিতে মোতায়েনের পরিকল্পনা রয়েছে আমেরিকার যুদ্ধ দফতরের (ডিপার্টমেন্ট অফ ওয়ার) সদর কার্যালয় পেন্টাগনের। আগামী দিনে যে কোনও সংঘাত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বাহিনীর জন্য ‘গেম চেঞ্জার’ হয়ে উঠবে এই পদক্ষেপ, বলছে ওয়াকিবহাল মহল।
গত বছরের (পড়ুন ২০২৫ সাল) ১৪ অক্টোবর পেন্টাগনের নির্দেশে ‘জানুস’ নামের একটি প্রকল্প শুরু করে মার্কিন ফৌজ। এতে আকারে ছোট পরমাণু চুল্লি বা এসএমআর (স্মল মডিউলার রিঅ্যাক্টর) হাতে পাবে বাহিনী। সেগুলিকেই ট্রাক বা ট্রেলারের মতো বড় গাড়িতে বসাবে তারা। কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট চুল্লিগুলিকে সামরিক বাহনে স্থাপনেরও চেষ্টা চলছে। সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ২০২৮ সালের মধ্যে সংশ্লিষ্ট প্রকল্পের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে তাদের।