আকাশের ‘দখলদারি’ নিয়ে দুই পরমাণু শক্তিধরের মধ্যে ফের শুরু হয়েছে প্রতিযোগিতা। নতুন বোমারু বিমান প্রকাশ্যে এনে একে অপরকে চমকে দিতে চাইছে তারা। বাজপাখির মতো দেখতে কার তৈরি নতুন প্রজন্মের যুদ্ধবিমান আগামী দিনে বদলে দেবে লড়াইয়ের রং? এই নিয়ে ইতিমধ্যেই কাটাছেঁড়া শুরু করে দিয়েছেন দুনিয়ার তাবড় প্রতিরক্ষা বিশেষজ্ঞেরা।
বায়ুশক্তির প্রতিযোগিতায় নামা দুই মহাশক্তিধর হল আমেরিকা ও রাশিয়া। দু’জনের কাছেই রয়েছে কৌশলগত বোমারু বিমান। এর সংখ্যা দ্রুত গতিতে বাড়িয়ে চলেছে মস্কো এবং ওয়াশিংটন। পাশাপাশি নতুন প্রজন্মের বোমারু বিমানকে বায়ুসেনায় সামিল করার দিকেও নজর দিয়েছে ওয়াশিংটন ও মস্কো। বলা বাহুল্য, এর জেরেই খবরের শিরোনামে এসেছে ‘বি-২১’ এবং ‘পাক ডা’।