Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Tejaswi yadav

Rachel Godinho: ছেলের বিয়েতে অতিথি মাত্র ৫০! পুত্রবধূ খ্রিস্টান শুনে কী বলেছিলেন লালু?

লালুপ্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদবের সাক্ষাকারের একটি মন্তব্য বেশ ভাইরাল হয়েছে। না, এই মন্তব্যের সঙ্গে কোনও রাজনীতি জড়িয়ে নেই।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২২ ১৭:১৫
Share: Save:
০১ ১০
লালুপ্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদবের সাক্ষাকারের একটি মন্তব্য বেশ ভাইরাল হয়েছে। না, এই মন্তব্যের সঙ্গে কোনও রাজনীতি জড়িয়ে নেই। সম্পূর্ণ ব্যক্তিগত জীবন নিয়েই মন্তব্য করেছেন তেজস্বী।

লালুপ্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদবের সাক্ষাকারের একটি মন্তব্য বেশ ভাইরাল হয়েছে। না, এই মন্তব্যের সঙ্গে কোনও রাজনীতি জড়িয়ে নেই। সম্পূর্ণ ব্যক্তিগত জীবন নিয়েই মন্তব্য করেছেন তেজস্বী।

০২ ১০
তেজস্বী তাঁর বিয়ে নিয়ে এই সাক্ষাৎকারে মন্তব্য করেছেন। তেজস্বীর স্ত্রী র‌্যাচেল গোডিনহো। খ্রিস্টান। এ প্রসঙ্গে লালু যাদবের একটি মন্তব্য প্রকাশ্যে এনেছেন তেজস্বী। তিনি বলেন, “বাবাকে বলেছিলাম, একটি মেয়ের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে। তাঁকে বিয়ে করতে চাই। কিন্তু মেয়েটি খ্রিস্টান।”

তেজস্বী তাঁর বিয়ে নিয়ে এই সাক্ষাৎকারে মন্তব্য করেছেন। তেজস্বীর স্ত্রী র‌্যাচেল গোডিনহো। খ্রিস্টান। এ প্রসঙ্গে লালু যাদবের একটি মন্তব্য প্রকাশ্যে এনেছেন তেজস্বী। তিনি বলেন, “বাবাকে বলেছিলাম, একটি মেয়ের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে। তাঁকে বিয়ে করতে চাই। কিন্তু মেয়েটি খ্রিস্টান।”

০৩ ১০
কী বলেছিলেন লালু? তেজস্বী বলেন, “র‌্যাচেল সম্পর্কে আমার কাছে শুনে বাবা শুধু বলেছিলেন, ঠিক আছে। সমস্যা নেই।”

কী বলেছিলেন লালু? তেজস্বী বলেন, “র‌্যাচেল সম্পর্কে আমার কাছে শুনে বাবা শুধু বলেছিলেন, ঠিক আছে। সমস্যা নেই।”

০৪ ১০
২০২১ সালের ডিসেম্বরে র‌্যাচেলের সঙ্গে বিয়ে হয় লালুপুত্র তেজস্বীর। আড়ম্বরহীন সেই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল নয়াদিল্লিতে।

২০২১ সালের ডিসেম্বরে র‌্যাচেলের সঙ্গে বিয়ে হয় লালুপুত্র তেজস্বীর। আড়ম্বরহীন সেই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল নয়াদিল্লিতে।

০৫ ১০
বিয়েতে ঘনিষ্ঠ ব্যক্তি এবং রাজনীতিক মিলিয়ে মাত্র ৫০ জন হাজির ছিলেন।

বিয়েতে ঘনিষ্ঠ ব্যক্তি এবং রাজনীতিক মিলিয়ে মাত্র ৫০ জন হাজির ছিলেন।

০৬ ১০
হরিয়ানার রেওয়ারি জেলার বাসিন্দা র‌্যাচেল। খ্রিস্টান ধর্মাবলম্বী। আদতে হরিয়ানার বাসিন্দা হলেও দক্ষিণ দিল্লির নিউ ফ্রেন্ডস কলোনিতে বাড়ি রয়েছে র‌্যাচেলদের।

হরিয়ানার রেওয়ারি জেলার বাসিন্দা র‌্যাচেল। খ্রিস্টান ধর্মাবলম্বী। আদতে হরিয়ানার বাসিন্দা হলেও দক্ষিণ দিল্লির নিউ ফ্রেন্ডস কলোনিতে বাড়ি রয়েছে র‌্যাচেলদের।

০৭ ১০
বিভিন্ন সূত্রের দাবি, র‌্যাচেলের বাবা দিল্লিরই একটি স্কুলের অধ্যক্ষ ছিলেন।

বিভিন্ন সূত্রের দাবি, র‌্যাচেলের বাবা দিল্লিরই একটি স্কুলের অধ্যক্ষ ছিলেন।

০৮ ১০
র‌্যাচেলের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে খুব একটা তথ্য জানা না গেলেও, বিভিন্ন সূত্রের দাবি, র‌্যাচেল বিমান সংস্থায় কাজ করতেন।

র‌্যাচেলের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে খুব একটা তথ্য জানা না গেলেও, বিভিন্ন সূত্রের দাবি, র‌্যাচেল বিমান সংস্থায় কাজ করতেন।

০৯ ১০
তেজস্বী এবং র‌্যাচেল দিল্লির আরকে পুরমে একই স্কুলে পড়তেন। সেখান থেকে তাঁদের দু’জনের আলাপ।

তেজস্বী এবং র‌্যাচেল দিল্লির আরকে পুরমে একই স্কুলে পড়তেন। সেখান থেকে তাঁদের দু’জনের আলাপ।

১০ ১০
বিভিন্ন সংবাদমধ্যমের প্রতিবেদন অনুযায়ী, র‌্যাচেলের সঙ্গে ছয়-সাত বছর প্রেমের সম্পর্ক ছিল তেজস্বীর।

বিভিন্ন সংবাদমধ্যমের প্রতিবেদন অনুযায়ী, র‌্যাচেলের সঙ্গে ছয়-সাত বছর প্রেমের সম্পর্ক ছিল তেজস্বীর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE