এক ইংরেজি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমন মত ব্যক্ত করেছেন প্রাক্তন ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস্ (ডিজিএমও) লেফটেন্যান্ট জেনারেল বিনোদ ভাটিয়া। তাঁর কথার অনুরণন শোনা গিয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর প্রাক্তন এডিজি সঞ্জীব সুদ এবং অবসরপ্রাপ্ত উইং কমান্ডার প্রফুল্ল বক্সীর কণ্ঠেও।
এই প্রকল্প নিয়ে দেশ জুড়ে তৈরি হওয়া অগ্নিগর্ভ পরিস্থিতির কারণ উল্লেখ করে ভাটিয়া বলেন, “একটি পদের জন্য শতাধিক প্রার্থী আবেদন করেন। কিন্তু এই প্রকল্পের ফলে যাঁরা সশস্ত্র বাহিনীতে যোগদান করতে চান, তাঁরা আরও ভাল চাকরির জন্য অন্য সংস্থায় যাবেন। এই প্রার্থীরা আধাসামরিক বাহিনীতে বা পুলিশে চাকরির চেষ্টা করবেন। এর ফলে আমরা সেনাবাহিনীতে সেরা সৈন্যদের পাবো না।’’