একসঙ্গে ছোড়া যায় ৬০টি ছোট ছোট ক্ষেপণাস্ত্র (মাইক্রো মিসাইল)! চিন-পাকিস্তানের ঘুম উড়িয়ে এ বার সেই ভয়ঙ্কর ভার্গবাস্ত্রকেই ভারতীয় ফৌজের হাতে তুলে দিচ্ছে একটি দেশীয় সংস্থা। কোম্পানির কর্ণধারের দাবি, আমেরিকা, রাশিয়া হোক বা নেটো-রাষ্ট্র, বর্তমানে বিশ্বের কোনও সৈন্যবাহিনীর কাছে নেই এই প্রযুক্তি। ফলে আগামী দিনে শত্রুর পাঠানো পঙ্গপালের মতো ড্রোনের ঝাঁককে (সোয়ার্ম ড্রোন) যে মাঝ-আকাশেই সংশ্লিষ্ট এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্য নয়াদিল্লি ওড়াতে পারবে, তা বলাই বাহুল্য।
গত বছর মে মাসে অপারেশন সিঁদুরের পর ওড়িশার গোপালপুরে ভার্গবাস্ত্রের পরীক্ষা চালায় ভারতীয় ফৌজ। ওই সময় এর শক্তি সম্পর্কে সরকারি ভাবে কোনও তথ্য প্রকাশ করেনি প্রতিরক্ষা মন্ত্রক। প্রায় ন’মাসের মাথায় সংশ্লিষ্ট হাতিয়ারটির সক্ষমতা নিয়ে একাধিক বিস্ফোরক তথ্য দিলেন নির্মাণকারী সংস্থা সোলার ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস লিমিটেডের (এসডিএএল) প্রতিষ্ঠাতা তথা চেয়ারম্যান সত্যনারায়ণ নন্দলাল নুওয়াল, যা বেজিং ও ইসলামাবাদের রাতের ঘুম কেড়ে নেওয়ার পক্ষে যথেষ্ট, বলছেন প্রতিরক্ষা বিশ্লেষকেরা।