Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Tallest Building In The World

১০০ তলার উপর ‘হিরের চূড়া’! বিশ্বের সবচেয়ে উঁচু আবাসন তৈরি করছে দুবাই

১০০ তলার বহুতল তৈরি করতে চলেছে দুবাই। নাম রাখা হয়েছে ‘বুর্জ বিনঘাত্তি জ্যাকব অ্যান্ড কো রেসিডেন্স’।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২২ ১৭:৩০
Share: Save:
০১ ১৩
শীর্ষে আর আমেরিকা নয়, বহুতলের তালিকায় নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্ক টাওয়ারকে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে উঁচু আবাসন তৈরি করছে দুবাই।

শীর্ষে আর আমেরিকা নয়, বহুতলের তালিকায় নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্ক টাওয়ারকে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে উঁচু আবাসন তৈরি করছে দুবাই।

০২ ১৩
১০০ তলার বহুতল তৈরি করতে চলেছে দুবাই। নাম রাখা হয়েছে ‘বুর্জ বিনঘাত্তি জ্যাকব অ্যান্ড কো রেসিডেন্স’।

১০০ তলার বহুতল তৈরি করতে চলেছে দুবাই। নাম রাখা হয়েছে ‘বুর্জ বিনঘাত্তি জ্যাকব অ্যান্ড কো রেসিডেন্স’।

০৩ ১৩
যদিও আরও একটি নাম দেওয়া হয়েছে এই বহুতলের— ‘হাইপারটাওয়ার’।

যদিও আরও একটি নাম দেওয়া হয়েছে এই বহুতলের— ‘হাইপারটাওয়ার’।

০৪ ১৩
বিনঘাত্তি নামের এক প্রোমোটারি সংস্থার সঙ্গে ঘড়ি নির্মাণকারী সংস্থা ‘জ্যাকব অ্যান্ড কোম্পানি’ হাত মিলিয়ে এই বহুতল নির্মাণের পরিকল্পনা করেছে।

বিনঘাত্তি নামের এক প্রোমোটারি সংস্থার সঙ্গে ঘড়ি নির্মাণকারী সংস্থা ‘জ্যাকব অ্যান্ড কোম্পানি’ হাত মিলিয়ে এই বহুতল নির্মাণের পরিকল্পনা করেছে।

০৫ ১৩
এই আবাসনের উচ্চতা ৪৭২ মিটারের বেশি হবে বলে জানা গিয়েছে।

এই আবাসনের উচ্চতা ৪৭২ মিটারের বেশি হবে বলে জানা গিয়েছে।

০৬ ১৩
‘হাইপারটাওয়ার’-এর মূল আকর্ষণ হল এই আবাসনের চূড়া। আবাসনের উপরিভাগ এমন ভাবে বানানোর পরিকল্পনা করা হয়েছে, দেখে মনে হবে যেন হিরে দিয়ে বানানো।দেখে মনে হবে যেন আবাসনের উপর রয়েছে হিরের চূড়া।

‘হাইপারটাওয়ার’-এর মূল আকর্ষণ হল এই আবাসনের চূড়া। আবাসনের উপরিভাগ এমন ভাবে বানানোর পরিকল্পনা করা হয়েছে, দেখে মনে হবে যেন হিরে দিয়ে বানানো।দেখে মনে হবে যেন আবাসনের উপর রয়েছে হিরের চূড়া।

০৭ ১৩
দুবাই শহরের প্রাণকেন্দ্র ‘বিজ়নেস বে’ এলাকায় এই বহুতলটি তৈরি করা হবে।

দুবাই শহরের প্রাণকেন্দ্র ‘বিজ়নেস বে’ এলাকায় এই বহুতলটি তৈরি করা হবে।

০৮ ১৩
প্রতিটি তলায় যে ফ্ল্যাটগুলি তৈরি করা হবে তা দুই বা তিনটি বেডরুমবিশিষ্ট।

প্রতিটি তলায় যে ফ্ল্যাটগুলি তৈরি করা হবে তা দুই বা তিনটি বেডরুমবিশিষ্ট।

০৯ ১৩
বহুতলের উপরে তৈরি করা হবে বিলাসবহুল পেন্টহাউস।

বহুতলের উপরে তৈরি করা হবে বিলাসবহুল পেন্টহাউস।

১০ ১৩
‘হাইপারটাওয়ার’-এ তৈরি করা হবে ‘বিশেষ’ ক্লাবঘরও।

‘হাইপারটাওয়ার’-এ তৈরি করা হবে ‘বিশেষ’ ক্লাবঘরও।

১১ ১৩
পেন্টহাউস এবং ক্লাবঘরের পাশাপাশি এখানে থাকবে ‘ইনফিনিটি পুল’ও।

পেন্টহাউস এবং ক্লাবঘরের পাশাপাশি এখানে থাকবে ‘ইনফিনিটি পুল’ও।

১২ ১৩
১০০ তলার এই আবাসনে বাচ্চাদের জন্য থাকছে ‘ডে কেয়ার’-এর ব্যবস্থা। আবাসনে যাঁরা থাকবেন তাঁদের জন্য আলাদা করে শেফও রাখা হবে।

১০০ তলার এই আবাসনে বাচ্চাদের জন্য থাকছে ‘ডে কেয়ার’-এর ব্যবস্থা। আবাসনে যাঁরা থাকবেন তাঁদের জন্য আলাদা করে শেফও রাখা হবে।

১৩ ১৩
‘জ্যাকব অ্যান্ড কোম্পানি’ সংস্থার চেয়ারম্যান জ্যাকব আর্বো জানিয়েছেন, এই আবাসনটি এমন জায়গায় তৈরি করা হবে, যেখান থেকে দুবাই শহরের অপরূপ দৃশ্য চোখে পড়ে।

‘জ্যাকব অ্যান্ড কোম্পানি’ সংস্থার চেয়ারম্যান জ্যাকব আর্বো জানিয়েছেন, এই আবাসনটি এমন জায়গায় তৈরি করা হবে, যেখান থেকে দুবাই শহরের অপরূপ দৃশ্য চোখে পড়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE