• ইংরেজিতে কিছু লিখতে গেলেই বাক্যে প্রচুর ভুল হয়। ফলে নম্বরও কমে যায়। কী ভাবে পড়লে ইংরেজিতে উন্নতি করতে পারব?
ঋদ্ধি রথ। নবম শ্রেণি, বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয় এবং শৌভিক বেরা। একাদশ শ্রেণি, সুরেন্দ্র চক্রবর্তী ইনস্টিটিউশন
ঋদ্ধি আর শৌভিক, সবচেয়ে আগে বলি তোমাদের হাতের লেখা খুব ভাল, পরিষ্কার-পরিচ্ছন্ন। ইংরেজি শেখার জন্য একটু পরিশ্রম করতে হবে। (১) একটা খাতা করবে। ইংরেজি শব্দ, বাংলা অর্থ সহ লিখবে। সেগুলি বারে বারে লিখে অভ্যেস করবে। যে শব্দ শিখেছ, তা দিয়ে বাক্য রচনা করে তার ব্যবহার শিখবে। (২) ভুল করাকে ভয় পাবে না। ভুল হলেও লিখবে। কাউকে দিয়ে কারেক্ট করিয়ে নেবে। (৩) প্রত্যেক দিন অন্তত পাঁচটি বাক্য ইংরেজিতে লিখবে। (৪) চেষ্টা করো ইংরেজিতে ডায়েরি লিখতে। (৫) কোনও ভাষা শেখার জন্য সে ভাষার গল্প বই পড়ার থেকে ভাল পন্থা আর নেই। ইংরেজি গল্প বই পড়বে আর টিভিতে ইংরেজি প্রোগ্রাম দেখবে। নিশ্চয় ভাল ফল পাবে।
• আমার স্কুলের দু’টি মেয়ে আমায় নানা ভাবে বিরক্ত করে— টাকা চুরি করে নেয়, মিথ্যে কথা বলে, জুতো মাড়িয়ে দেয় ইত্যাদি। দিদিমণিকে নালিশ করলে ওরা মিথ্যে কথা বলে। কী করব?
অনুষ্কা মিত্র। চতুর্থ শ্রেণি, ক্যালকাটা গার্লস হাই স্কুল
অনুষ্কা, যদি টাকা চুরির মতো গম্ভীর ব্যাপার হলে তোমায় সাবধান হতে হবে। প্রথমত, তোমার কাছে প্রমাণ না থাকলে তোমার বা দিদিমণির কিছু করার নেই। তুমি তোমার টাকা-পয়সা সম্বন্ধে সাবধান হও। প্রয়োজন হলে, তালা দেওয়া যায় এ রকম ব্যাগ নিয়ে যাও। আর তোমার শিক্ষিকাকে বলে ওদের কাছাকাছি না বসে দূরে বসো।
• পড়তে বসে সারা দিন বন্ধুদের সঙ্গে যে যে মজাগুলো করেছি, সেগুলো আমার মনে পড়তে থাকে। পড়ায় মন বসে না। কী করা উচিত?
সুমন দাস। নবম শ্রেণি, দেশবন্ধু উচ্চ বিদ্যালয়, নদিয়া
পড়তে বসার অন্তত ৩০/৪০ মিনিট আগে খেলা বন্ধ করে দেবে। খুব রিল্যাক্স করে শুয়ে বা পিঠ সোজা করে বসে গভীর শ্বাস নেবে। তখন শুধু নিঃশ্বাস-প্রশ্বাসের দিকে মনোযোগ দেবে, অন্য কোনও কথা চিন্তা করবে না। তার পর পড়তে বসবে। অন্য চিন্তা মনে এলে, সেটা জোর করে সরিয়ে পড়ায় মন বসাবার চেষ্টা করবে। এটা কয়েক বার করতে করতে দেখবে পড়ায় মন বসে যাচ্ছে।
খামে ভরো মুশকিল
পড়াশোনা, শিক্ষক বা বন্ধুদের নিয়ে তোমার যা মুশকিল, জানাও আমাদের। চিঠির উত্তর দেবেন সাইকো-অ্যানালিস্ট পুষ্পা মিশ্র, বেথুন কলেজের প্রাক্তন অধ্যক্ষ।
চিঠিতে তোমার নাম আর ক্লাস জানাতে ভুলো না। খামের উপরে লেখো:
ইসকুলে মুশকিল,
রবিবারের আনন্দমেলা, আনন্দবাজার পত্রিকা,
৬, প্রফুল্ল সরকার স্ট্রিট,
কলকাতা ৭০০০০১