আমি হোস্টেলে থাকি। আমাকে মহারাজ ভবন ক্যাপ্টেনের উপাধি দিয়েছেন। কিন্তু এই কারণে অনেকে আমার সঙ্গে বন্ধুত্ব রাখতে চায় না।
আদিত্য চট্টোপাধ্যায়। পঞ্চম শ্রেণি, সরিষা রামকৃষ্ণ মিশন
আদিত্য, এটা প্রায় প্রতিটি স্কুলে ঘটে। তোমার বন্ধুরা তোমার ক্যাপ্টেনের ভূমিকা আর ক্লাসমেটের ভূমিকায় পার্থক্য করতে পারছে না। তোমাকে ঠিক করতে হবে, তুমি কী করবে। যদি বন্ধুত্ব রাখতে চাও মহারাজকে অনুরোধ করো যেন তোমায় ক্যাপ্টেন হওয়া থেকে অব্যাহতি দিন। আর তা না হলে ক্যাপ্টেন হিসেবে তোমার কাজ তুমি করে যাও। তুমি যদি নিরপেক্ষ হও, কয়েক জন বন্ধু বুঝবে, অনেকেই হয়তো বুঝবে না। কী করবে, সেটা তুমি ঠিক করো।
আমার স্কুলের নিয়ম অনুযায়ী বন্ধুদের ও শিক্ষকদের সঙ্গে ইংরেজিতে কথা বলতে হবে। আমি কিছু কিছু পারি, কিছুটা পারি না।
সৌম্যজ্যোতি দাস। তৃতীয় শ্রেণি, আনন্দ মার্গ স্কুল, বর্ধমান
সৌম্যজ্যোতি, নিয়মটা তো ভালই। ইংরেজিতে কথা না বললে ইংরেজি শিখবে কী করে? আর প্রথম প্রথম ইংরেজিতে কথা বলতে গিয়ে আমরা সবাই ভুল করি। তাতে লজ্জা পেয়ো না। তোমার শিক্ষকরা সেটা শুধরে দেবেন। লজ্জা করে যদি কথা না বলো, তা হলে কোনও দিন ইংরেজিতে কথা বলতে শিখবে না। তা ছাড়া তোমার বন্ধুরাও তো তোমারই মতো। তুমি যদি কোথাও কোথাও ভুল করো, ওরাও নিশ্চয় করে। তা হলে লজ্জার কী আছে? বলতে থাকো, দেখবে ইংরেজিতে কথা বলা শিখে যাবে।
আমি অঙ্ক আর জীবন বিজ্ঞানে পূর্ণ নম্বর পাই, রসায়ন ও পদার্থ বিজ্ঞানে আমার নম্বর কমে যায়। আবার ইংরেজির ব্যাকরণ অংশে ভাল নম্বর পাই, কিন্তু প্রবন্ধ, গল্প ইত্যাদিতে নম্বর কমে যায়। কী করব?
সোমঋতা রায়। সপ্তম শ্রেণি, মেরি ইমাকুলেট স্কুল
সোমঋতা, প্রথমত তোমার হাতের লেখা সুন্দর, আর পরিচ্ছন্ন ভাবে চিঠি লিখেছ। অঙ্কে ভাল থাকলে পদার্থ বিজ্ঞানে ভাল না হওয়ার কোনও কারণ নেই। তোমার নিশ্চয় বুঝতে কোথাও অসুবিধে হচ্ছে। সেটার জন্য কারও কাছ থেকে সাহায্য নিতে পারো। রসায়নে অবশ্য অনেক ফর্মুলা ইত্যাদি মুখস্থ করতে হয়। অনেক মনে রাখার ব্যাপার আছে। সেটা লিখে প্র্যাক্টিস করলে ঠিক হয়ে যাবে মনে করি। প্রবন্ধ ইত্যাদিও লেখার অভ্যাস করতে হবে। বারে বারে লিখতে চেষ্টা করো, দেখবে হয়ে যাবে।
খামে ভরো মুশকিল
পড়াশোনা, শিক্ষক বা বন্ধুদের নিয়ে তোমার যা মুশকিল, জানাও আমাদের। চিঠির উত্তর দেবেন সাইকো-অ্যানালিস্ট পুষ্পা মিশ্র, বেথুন কলেজের প্রাক্তন অধ্যক্ষ।
চিঠিতে তোমার নাম আর ক্লাস জানাতে ভুলো না। খামের উপরে লেখো:
ইসকুলে মুশকিল,
রবিবারের আনন্দমেলা, আনন্দবাজার পত্রিকা,
৬, প্রফুল্ল সরকার স্ট্রিট,
কলকাতা ৭০০০০১