Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ইসকুলে মুশকিল

উত্তর দিচ্ছেন পুষ্পা মিশ্র

উত্তর দিচ্ছেন পুষ্পা মিশ্র
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৪ ০০:০৫
Share: Save:

আমি আগে পরীক্ষায় ভাল ফল করতাম। কিন্তু এখন পড়ার চেয়ে আমার টিভি দেখতে, বন্ধুদের সঙ্গে গল্প করতে, গল্পের বই পড়তে, ফোনে কথা বলতেই বেশি ভাল লাগে। যা মুখস্থ করি, পরের দিনই ভুলে যাই, মনে থাকে না।

পিয়ালী সাহা। নবম শ্রেণি, বোলপুর তারাশঙ্কর বিদ্যাপীঠ

পিয়ালী, আমাদের সকলেরই টিভি দেখতে, গল্পের বই পড়তে আর বন্ধুদের সঙ্গে কথা বলতে ভাল লাগে। কিন্তু দুটো কথা ভেবে দেখো। এক, তোমার বন্ধুরা কিন্তু পরীক্ষায় পাশ করে উঁচু ক্লাসে উঠে যাবে, তখন আর তুমি ওদের সঙ্গে গল্প করার সুযোগ পাবে না। কেননা, ওরা ওদের শ্রেণির বন্ধুদের সঙ্গে কথা বলতে বেশি আগ্রহী হবে। সেটা কি তোমার ভাল লাগবে? দ্বিতীয়, পড়তে কি একেবারেই ভাল লাগে না? একটা সুন্দর কবিতা পড়া, বুঝতে পারা, আমাদের চারিদিকের এই জগৎ সম্বন্ধে জানা, আমাদের পরিবেশকে বুঝতে পারা— এগুলোর মধ্যে কি কোনও আনন্দ নেই? যদি মন দিয়ে পড়তে, দেখতে এতেও অনেক আনন্দ আছে। তবে, এই আনন্দ পাওয়ার জন্য তোমাকে টিভি দেখা, ফোনে কথা বলা ইত্যাদি কমাতে হবে। এগুলো হল নেশার মতো। নেশার জিনিস ছাড়তে হলে পুরোপুরি ছেড়ে দিতে হয়। তুমি অন্তত নির্দিষ্ট সময় ছাড়া টিভি দেখবে না ঠিক করে নাও, নির্দিষ্ট সময়ের পরে বন্ধুদের ফোন করবে না ঠিক করে নাও। প্রথম-প্রথম কষ্ট হবে, পরে যখন পড়া মুখস্থ করতে পারবে, পরীক্ষার ফল ভাল হবে, দেখবে কত ভাল লাগবে।

শুভদ্বীপ, আমার মনে হয় মার খাবার ভয় জয় করে তোমায় মাস্টারমশায়কে এ সম্বন্ধে বলতে হবে। ছেলেটির নিশ্চয় কিছু সমস্যা আছে। শিক্ষকরা যেন ওর অভিভাবকের সঙ্গে কথা বলেন আর ওর হয়তো কিছু কাউন্সেলিংয়ের প্রয়োজন আছে। তুমি এত ভয় পাচ্ছ কেন? এরা সাধারণত ভিতু হয়। তুমি দৃঢ় ভাবে প্রতিবাদ করলে এবং ওর ভয়ে ত্রস্ত না হয়ে যদি শিক্ষকমহাশয়কে সব কথা জানাও হয়তো প্রতিকার হতে পারে।

খামে ভরো মুশকিল

পড়াশোনা, শিক্ষক বা বন্ধুদের নিয়ে তোমার যা মুশকিল, জানাও আমাদের। চিঠির উত্তর দেবেন সাইকো-অ্যানালিস্ট পুষ্পা মিশ্র, বেথুন কলেজের প্রাক্তন অধ্যক্ষ।

চিঠিতে তোমার নাম আর ক্লাস জানাতে ভুলো না। খামের উপরে লেখো:

ইসকুলে মুশকিল,

রবিবারের আনন্দমেলা, আনন্দবাজার পত্রিকা,

৬, প্রফুল্ল সরকার স্ট্রিট,

কলকাতা ৭০০০০১

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

school anandabazar rabibasariya
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE