Advertisement
E-Paper

মার্ডারোৎসব

প্রলয় হইতে কোনওক্রমে ন্যারো এসকেপ। সন্তানখাকী ডাকিনী ধরা না পড়িলে মরালিটির বিনাশ অনিবার্য ছিল, তাই উদ্ধারের আনন্দে জনগণেশ উল্টা হইয়া নাচিতেছে। তদন্তের ফাঁকে২ পাবলিকের মনোরঞ্জনার্থ পুলিশ মাঝে২ ব্রেকিং নিউজ ফাঁস করিতেছে।

সৈকত বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৫ ০০:০৮

প্রলয় হইতে কোনওক্রমে ন্যারো এসকেপ। সন্তানখাকী ডাকিনী ধরা না পড়িলে মরালিটির বিনাশ অনিবার্য ছিল, তাই উদ্ধারের আনন্দে জনগণেশ উল্টা হইয়া নাচিতেছে। তদন্তের ফাঁকে২ পাবলিকের মনোরঞ্জনার্থ পুলিশ মাঝে২ ব্রেকিং নিউজ ফাঁস করিতেছে। যে মেয়ে সেই বোন? ব্যাসবাক্যের রহস্যোদ্‌ঘাটনে মানবমনে দেজাভ্যু। রকোপবিষ্ট বখাটে বালকরা ইহাকে ‘সোফা-কাম-বেড’ বলিয়া রঙ্গ করিতেছে, টিভি দেখিতে২ নাগরিক মাতৃস্বসাগণ ‘এর কটা নাগর র‌্যা, বিয়ে নাকি আমাশার বেগ, বুঁচি (কন্যা) পড়তে বস’ বলিয়া কটাক্ষ হানিতেছেন। ব্রাহ্ম পিতৃব্যরা অপাঙ্গে বিকিনিশোভা অবলোকনপূর্বক ‘সুধাসাগরের তীরেতে বসিয়া পান করে শুধু হলাহল’ হাহাকারিয়া অধোবদন। চ্যানেলে২ বিশেষজ্ঞের অন্ত নাই। কেহ আঠারো-ঘা তো কেহ ফরেনসিক। কেহ জ্যোতিষ তো কেহ যুক্তিবাদী। কেহ বলিতেছেন কেসটি দৈবিক, কেহ জৈবিক কেহ নেচার, কেহ নারচার। আপামর এক্সপার্টগণ অনর্গল নিজ নিজ মূল্যবান মতদানে জনতাকে সমৃদ্ধ করিতে রত। চিত্রমোদীরা বলিতেছেন সাররিয়াল, সাহিত্যিকরা ফ্রয়েডীয়। বিজ্ঞানসাধকরা বলিতেছেন এ অতি বিষম জেনেটিক কাণ্ড। ঝিনচ্যাক মনোবিদরা বিশ্বনাথন আনন্দের ন্যায় সুতীব্র মনোযোগে দোষীর মনোবিকলনটি ঠিক কী প্রকার, অ্যান্টিসোশাল ডিজর্ডারের ঠিক কোন ভেরিয়েশন তাহা চুলচেরা বিচার করিতেছেন। রোগীকে কেহই দেখেন নাই, কিন্তু টেলিপ্যাথিক বিশ্লেষণে অপরাধ দিবালোকের ন্যায় সুস্পষ্ট। কেবলমাত্র ফুটবলার ও আবহবিদদের মতামত পাওয়া যায় নাই, কিন্তু বাকিদের বিশ্লেষণে সম্যকরূপে প্রতীয়মান, যে, ক) ভদ্রজনে, বিশেষত মহিলায় কদাচ পরকীয়া করে না। খ) করিলেও পুনর্বিবাহ কদাপি নহে। গ) পুনর্বিবাহ করিলেও সন্তানকে কখনও নারী ভগ্নীরূপে পরিচায়িত করে না। ঘ) এ সকলই নরহত্যার অব্যর্থ প্রমাণ।

এমত সুস্পষ্ট প্রমাণের সম্মুখে এ ক্ষণে অপরাধী মিউ২ করিতেছে। অপরাধ অস্বীকার করিতেছে। কিন্তু তাহাতে কিছু আসে যায় না। কারণ ইহা কেবল একটি হত্যাই নহে, জাতির মরালিটিকে খতম করিবার চক্রান্ত। ফাঁস হইয়া যাইবার আনন্দে জনতা তাই চড়কের নৃত্য নাচিতেছে। ডাকিনীর প্রাক্তন সঙ্গীসাথীদের গর্ত হইতে টানিয়া বার করিয়া পিঠে বঁড়শি গাঁথিয়া দেওয়া হইয়াছে, এ বার উহাদের সর্বসমক্ষে বনবন করিয়া ঘোরানো হইবে। আতঙ্কে উহাদের চক্ষু বিস্ফারিত হইবে, মুখ বিবর্ণ, চাপে রক্তজালিকা ছিন্নভিন্ন হইবে, যত চিল্লাইবে তত আনন্দ। দিগ্বিদিকে উৎসবের আবহ। বাবুগণ গুম্ফ মুচড়াইয়া গুলি বাগাইয়া উদ্যানে উপস্থিত। মরালীর ন্যায় গ্রীবা উঁচাইয়া মহিলারা ইতস্তত সঞ্চরমাণ। শিশুরা বেলুন ওড়াইতেছে। ব্যান্ডপার্টি ভোঁপ্‌পো২ শব্দে সঙ্গীত ও আনন্দবিতরণ করিতেছে। ন্যায়বিচার ইতিমধ্যেই সুসম্পন্ন, দোষ প্রমাণিত এবং নানা প্রকার হুদো২ বিশেষজ্ঞ দ্বারা প্রত্যয়িত। স্তূপীকৃত কাষ্ঠস্তূপে লেলিহান অগ্নিশিখা ইতিমধ্যেই প্রজ্বলিত, এখন ভালয় ভালয় ডাকিনী নিধন সুসম্পন্ন হইলেই সকলের চিত্তে প্রশান্তি আসে। প্রলয় হইতে ন্যারো এসকেপের ইহাই এক ও একমাত্র শর্টকাট।

bsaikat@gmail.com

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy