Advertisement
E-Paper

রিয়েলিটি শো

পূর্বরাগ, রাগ, অনুরাগ। বিচ্ছেদ, হিংসা, প্রতিহিংসা। এদের নিয়েই আমেরিকার এই রিয়েলিটি ডেটিং কম্পিটিশন। জো ডেলা রোসা প্রতি এপিসোডে তিন জনের (প্রথম এপিসোডে চার জন) সঙ্গে ডেট-এ যাবেন। যাঁর সঙ্গে ডেটে গিয়ে মেয়েটির সবচেয়ে ভাল লাগবে, তিনি পরের রাউন্ডে আর এক বার ডেটে যাওয়ার সুযোগ পাবেন। বাকিদের জো বলবেন, ‘আমরা শুধু বন্ধু হতে পারি।’ অর্থাৎ, ওইটা এলিমিনেশনের দরওয়াজা, কম্পিটিশন থেকে বেরোও, তোমার দ্বারা হবে না। এ ভাবে বাছাই করতে করতে, শেষ এপিসোডে জো বেছে নেবেন তাঁর পার্টনার।

শেষ আপডেট: ০৮ জুন ২০১৪ ০০:২৩

পূর্বরাগ, রাগ, অনুরাগ। বিচ্ছেদ, হিংসা, প্রতিহিংসা। এদের নিয়েই আমেরিকার এই রিয়েলিটি ডেটিং কম্পিটিশন। জো ডেলা রোসা প্রতি এপিসোডে তিন জনের (প্রথম এপিসোডে চার জন) সঙ্গে ডেট-এ যাবেন। যাঁর সঙ্গে ডেটে গিয়ে মেয়েটির সবচেয়ে ভাল লাগবে, তিনি পরের রাউন্ডে আর এক বার ডেটে যাওয়ার সুযোগ পাবেন। বাকিদের জো বলবেন, ‘আমরা শুধু বন্ধু হতে পারি।’ অর্থাৎ, ওইটা এলিমিনেশনের দরওয়াজা, কম্পিটিশন থেকে বেরোও, তোমার দ্বারা হবে না। এ ভাবে বাছাই করতে করতে, শেষ এপিসোডে জো বেছে নেবেন তাঁর পার্টনার।

গল্পের এই অংশটা ফুল-চকোলেটেরই। কিন্তু, অন্য অংশে, একটা মোক্ষম কাঁটাও রয়ে গেছে। এই রোমিয়োদের ক্রমাগত প্রতিযোগিতা করে যেতে হবে স্লেড স্মাইলির সঙ্গে। রিস্তে মে তিনি জো’র প্রাক্তন প্রেমিক। মনে এখনও দগদগ করছে প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার ক্ষত। প্রতিযোগীরা থাকবেন এই স্লেড-এরই বাড়িতে। আর আসল টুইস্ট হল, সব ক’টা ডেট কিন্তু স্লেড দেখতে পান লুকিয়ে লুকিয়ে। যখন, জো বাছবেন কে নেক্সট রাউন্ডে যাবে বা নতুন বয়ফ্রেন্ড হবে, তখন আবার স্লেড এ বিষয়ে তাঁকে নানা সুচিন্তিত পরামর্শও দেবেন। চাপ? না না। বলা হল, একটা সিম্পল সামাজিক দায়িত্ব পালন করছে শো’টা। ‘এক্স লাভাররা কি বন্ধু হতে পারেন?’— প্রশ্নটার উত্তর খুঁজছে মাত্র।

প্রথম এপিসোডে, রিয়েল এস্টেট এজেন্ট মার্টিন জো’কে রেস্তরাঁয় নিয়ে গেলেন। দুজনে যাতে একটু একা থাকতে পারেন, তাই, তিনি রেস্তরাঁটার শাটারই বন্ধ করে রেখেছেন। খাবারটাও কিচেনে ঢুকে প্রায় একলাই বানালেন তিনি। তার পর দুজনে একটু নাচানাচিও করলেন। আর ডেট শেষে ফিরলেন যখন, মার্টিন মুখের শাটারটাও একদম বন্ধ করে রাখলেন। কেমন হল ডেট, কী করলেন দুজনে— কোনও কথাই বলবেন না কাউকে। কিন্তু না বললেই বা কী, স্লেড তো সবটাই দেখেছেন চুপি চুপি। তাই গুম হয়ে বসে রইলেন সারা ক্ষণ।

পর দিন জো ডেটে যাবেন মাইকেলের সঙ্গে। স্লেড তাঁকে ঘুম ভাঙাতে এলে, চোখটোখ কচলে, মাইকেল হতভম্ব হয়ে বসে রইলেন। তার পর ক্যামেরাকে বললেন, কিম্ভূতুড়ে ব্যাপার! যে মেয়েটার স্বপ্ন দেখছি শুয়ে-বসে, তারই প্রাক্তন প্রেমিক আমাকে জাগাতে আসছে! দিনটা এমন শুরু হওয়ার কারণেই বোধ হয়, মাইকেল ডেট’টাও কেমন ঘেঁটে দিলেন। নৌকায় বসে, জো’কে মাছ ধরার টেকনিক শেখাতে শুরু করলেন। জো’র শেখার ইচ্ছেই নেই, এ দিকে প্রেমের জোয়ারে ভাসমান মাইকেলও নাছোড়বান্দা। সব মিলিয়ে ডেট মোটেও সুবিধার হল না। কিন্তু, ফিরে মাইকেল এমন ভাব দেখাতে লাগলেন যেন কত কী ঘটেছে! কিছু মুখে বললেন না যদিও। ‘সবজান্তা’ স্লেড কিন্তু তাঁর ভাবভঙ্গি দেখে বেশ খেপে গেলেন।

ডেভিড কী করলেন? ভীষণ দামি ব্র্যান্ডের স্কার্ফে জো’র চোখ বেঁধে ছাদে নিয়ে গেলেন। সেখানে রেডি হেলিকপ্টার, শ্যাম্পেন। ঝিমঝিম টলোমলো ডেভিড-জো পাক খেতে লাগলেন লস অ্যাঞ্জেলেস-এর ওপর। মিঠে মিঠে কথার আদানপ্রদানও হল। স্লেড দেখে জ্বলেপুড়ে ছাই। ঘর অন্ধকার করে বসে রইলেন।

এলিমিনেশনের দিন বিচে ওয়াটার-গান খেলার সময়, স্লেড ফুঁসতে ফুঁসতে ডেভিডকে বললেন, যাতে ডেভিড পরের রাউন্ডে না যান, তার ব্যবস্থা করবেন। যদিও, তাঁকে কাঁদিয়ে ও বাকিদের হারিয়ে পরের রাউন্ডে গেলেন ডেভিড-ই।

তার পর আরও সাত রাউন্ড খেলা। প্রতি দানে নতুন নতুন হবু-লাভার। কেউ জো-কে বন্দুক চালাতে শেখান, কেউ শুদ্ধু জো’য়ের জন্য আস্ত ওয়ান্ডারল্যান্ড বানান, বা লাস্যভরা ফোটোশুটের আয়োজন করেন। আর এত কিছুর মধ্যে স্লেড অনবরত প্রতিযোগীদের খোঁচা মেরে যান। ফাইনাল রাউন্ডের আগে স্লেড ফাঁস করে দিলেন, এত দিন ধরে সব ডেট তিনি কটমটিয়ে দেখেছেন। এও জানা গেল, এক জন ফাইনালিস্ট লুকাস (যিনি হাতে ধরে গল্ফ শিখিয়ে শিখিয়ে জো’র বেজায় কাছাকাছি), প্রচুর মিথ্যা বলেছেন। সব মিলিয়ে পরিস্থিতি গরম। এক ফাইনালিস্ট শো ছেড়ে চলে যেতে চান। জো ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকেন। অনেকেরই ধারণা হয়, মেয়ে ফিরে যাবে স্লেড-এর কাছেই। তুঙ্গে ওঠে জো’কে নিয়ে এক্স লাভার ও হোনেওয়ালা লাভার’দের দড়ি টানাটানি।

ফাইনালে জো’কে জেতেন সেই ‘মিথ্যাচারী’ লুকাসই। আর তার পরই, রিয়েলিটি শো-উচিত প্রত্যাশা মতো, লুকাস-জো’র নতুন জুটি সম্বন্ধেও আর কোনও খবর মেলেনি। এবং, যথেষ্ট টিআরপি থাকা সত্ত্বেও টিভিতে ফিরে আসেনি এই শো। স্লেডের মতো মহানুভব, উদারমনা এক্স লাভার আর মেলেনি বোধ হয়!

reality show
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy