Advertisement
০৮ মে ২০২৪
Molten lava cake

দুধ-মাখনের গন্ধে ভরা বেক করা কেকে রসনাবিলাস

বাড়িতে যদি খুদে সদস্য থাকে, তা হলে তাদের মনের মতো কেক বানানোর ঝক্কি সামাল দিতে হাতের কাছে রাখতেই হয় কিছু মনকাড়া কেক রেসিপি।

মল্টেন লাভা কেকে জমুক আড্ডা। ছবি: পিক্সাবে।

মল্টেন লাভা কেকে জমুক আড্ডা। ছবি: পিক্সাবে।

উমা পণ্ডিত
শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৮ ১৩:০৭
Share: Save:

বেক আর কেক— বাঙালির রসনাবিলাসের দুই প্রয়োজনীয় সঙ্গী। শীতের রাতে আভেন থেকে বেরিয়ে আসচে গরমাগরম কেক, যার সুবাসে হেঁশেল মাত হচ্ছে। এমন ছবি কোন গৃহিণীই না ভালবাসেন?

বাড়িতে যদি খুদে সদস্য থাকে, তা হলে তাদের মনের মতো কেক বানানোর ঝক্কি সামাল দিতে হাতের কাছে রাখতেই হয় কিছু মনকাড়া কেক রেসিপি। যা বানানো সহজ ও কম সময়সাপেক্ষ।

ভোজনরসিকদের মন জিতবেই এমন কেক রেসিপি রইল আপনাদের জন্য।

মল্টেন লাভা কেক

উপকরণ:

ময়দা ২ টেব্‌ল চামচ

কোকো পাউডার দেড় চা চামচ

ডার্ক চকলেট ৩ টেব্‌ল চামচ

এগ হোয়াইট ২ টেব্‌ল চামচ

গলানো মাখন ২ টেব্‌ল চামচ

বেকিং পাউডার ১/৪ চা চামচ

বেকিং সোডা এক চিমটি

ভিনিগার ১/৪ চা চামচ

ভ্যানিলা এসেন্স আধ চা চামচ

ছবি: দেবর্ষি সরকার

প্রণালী: একটি বড় বাটিতে এগ হোয়াইট, গলানো মাখন, ভিনিগার, ভ্যানিলা এসেন্স ফেটিয়ে নিন। তাতে ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার, বেকিং সোডা মেশান। মাইক্রোওয়েভ আভেন প্রুফ একটি বাটিতে মাখন লাগিয়ে গ্রিজ করে নিন। তাতে কেকের মিশ্রণ ঢেলে দিন ও ডার্ক চকলেটের টুকরো বাটির মাঝখানে রাখুন। ফুল পাওয়ারে মাইক্রোতে দেড় মিনিট ধরে কেক বেক করে নিন। পাওয়ার বন্ধ করে আরও দু’মিনিট রাখুন। এ বার কেক খুব আস্তে বের করে নিয়ে মাঝ বরাবর ছুরি দিয়ে চিরে দিন। ভিতর থেকে বেরিয়ে আসবে গলানো ডার্ক চকলেট। এ ভাবেই গরম গরম পরিবেশন করুন মল্টেন লাভা কেক।

(ইতিহাসের পাতায় আজকের তারিখ, দেখতে ক্লিক করুন — ফিরে দেখা এই দিন।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cake recipes Continental Food recipes
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE