নিমেষে যেন বদলে গেল স্মৃতি মন্ধানার জীবন। ঠিক যেন দমবন্ধ করা পরিস্থিতি! বিয়ে আপাতত স্থগিত সেটা পরিষ্কার করে দিয়েছেন পলাশের বোন পলক মুচ্ছল। এই আবহে পলাশকে নিয়ে একের পর এক অভিযোগ উঠছে। এ বার আরও এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। স্মৃতির সঙ্গে বিয়ের চার দিন আগে নাকি অন্য নারীকে চুম্বন করেন পলাশ।
আরও পড়ুন:
সংবাদমাধ্যম সূত্রের খবর, স্মৃতি ও পলাশের সঙ্গীত অনুষ্ঠানের নাচের কোরিয়োগ্রাফি করেছিলেন মেরি ডি’কোস্টা। তাঁর সঙ্গেই সমাজমাধ্যমে কথোপকথনের স্ক্রিনশট ফাঁস হয়ে যায়। শোনা যাচ্ছে, তাঁর সঙ্গে রিহার্সাল করতে করতেই বেশ ঘনিষ্ঠ হয়ে পড়েন পলাশ। শুধু তা-ই নয়, পলাশ নাকি মেরিকে চুমু খেয়ে বসেন! রিহার্সালের সময় অনেকেই নাকি পলাশকে মেরির সঙ্গে বেশ ‘ঘনিষ্ঠ’ অবস্থায় দেখেন। বিয়ের আগের দিন রাতেই এই নিয়ে স্মৃতি মন্ধানার বাবার সঙ্গে নাকি কথা কাটাকাটি হয়েছিল পলাশের! প্রশ্ন উঠছে, তার জেরেই কি অসুস্থ হয়ে পড়েন স্মৃতির বাবা? এমনকি বিয়ের দিন পলাশ নাকি ‘পালিয়ে’ও যান। যদিও এখনও পর্যন্ত কোনও বিষয়েই স্মৃতি বা তাঁর পরিবারের তরফে কেউ কোনও মন্তব্য করেননি।
উল্লেখ্য, পলাশের মা জানিয়েছিলেন যে স্মৃতির বাবার অসুস্থতার জেরে কেঁদে কেঁদে শারীরিক অবনতি হয সুরকারের। স্মৃতির আগে পলাশই নাকি সিদ্ধান্ত নেন বিয়ে স্থগিত রাখার। অন্য দিকে কেবল মেরি নন, আরও একাধিক নারীর সঙ্গে পলাশের ‘চিট চ্যাট’-এর খবর শোনা যাচ্ছে। এই মুহূর্তে পলাশ-স্মৃতির বিয়ে বিশ বাঁও জলে।