নিখুঁত ভাবে শত্রুপক্ষকে গুঁড়িয়ে দিতে আরও শক্তি বাড়িয়ে হাজির হল ‘ব্রহ্ম’। ভারতীয় নৌবাহিনীকে আরও শক্তিশালী করে তুলতে এই সুপারসনিক ক্রুজ মিসাইলকে জুড়ে দেওয়া হয়েছে আইএনএস কোচি-র সঙ্গে। নৌবাহিনীর সদ্যোজাত এই যুদ্ধজাহাজটি গত ৩০ সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে। দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক মানের ৭৫ হাজার টনের এই যুদ্ধজাহাজ থেকেই রবিবার পরীক্ষামূলক সফল উৎক্ষেপণ করা হয় ব্রহ্ম-র। এটি ব্রহ্ম-র ৪৯তম সফল উৎক্ষেপণ। এর আগে ২০১৪-র জানুয়ারি এবং এ বছরের ফেব্রুয়ারিতেও ব্রহ্ম-র সফল উৎক্ষেপণ করা হয়। কিন্তু, এ বার ব্রহ্মকে আরও নতুন ভাবে সাজিয়ে তুলে নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হল। বিমানবাহিনীর সঙ্গে সঙ্গে শত্রুকে কড়া টক্কর দিতে নৌবাহিনীও যে প্রস্তুত এ দিন তা এক বার প্রমাণ করে দেখাল ভারত।
ব্রহ্ম একটি স্বল্প মাত্রার সুপারসনিক ক্রুজ মিসাইল। ভূমি, জল ও বিমান থেকে এই মারণাস্ত্রটি প্রয়োগ করা যায়। রাশিয়ান সংস্থা ও ডিআরডিও-র যৌথ উদ্যোগে এই মিসাইলটি তৈরি করা হয়। ব্রহ্মপুত্র এবং মস্কোভা নদীর নামের সংযুক্তিতে নাম দেওয়া হয় ব্রহ্ম। এটি বিশ্বের দ্রুতগামী ক্রুজ মিসাইল। গতিবেগ ম্যাক ২.৮-৩.০। দৈর্ঘ্য ৮.৪ মিটার। ২০০১-এ ওড়িশার চাঁদিপুর থেকে এর পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। এর পর ২০০৪-এ ১৪ জুন মোবাইল লঞ্চারের মাধ্যমে ফের উৎক্ষেপণ করা হয়। ২০০৮-এ আইএনএস রণবীর-কে ব্রহ্ম ক্ষেপণাস্ত্রে সজ্জিত করা হয়। এর পর ভারতীয় সেনাবাহিনীতেও এর অন্তর্ভুক্তি হয়। ২০২১০-এও এর সফল উৎক্ষেপণ হয়।
টোমাহক মিসাইল থেকেও গতিশীল এই মিসাইলের লক্ষ্যভেদও নিখুঁত।