Advertisement
E-Paper

মুছে দেওয়া হল ক্যানসার জিন, সুস্থ জমজের জন্ম দিয়ে নজির মুম্বইয়ের হাসপাতালে

‘জিন এডিটিং’-এর সাহায্যে  মুম্বইয়ের হাসপাতালে হল এই অসাধ্য সাধন

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৮ ১৬:০৯
ফাইল ছবি।

ফাইল ছবি।

মায়ের শরীরে ছিল, ক্যানসারের জিন রয়েছে তাঁর শরীরেও। কিন্তু নিজের সন্তান ও পরবর্তী প্রজন্মকে ক্যানসার থেকে মুক্ত করতে চেয়েছিলেন তিনি। বেঙ্গালুরুর স্বয়ম প্রভা। আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে নিজের সন্তানদের জন্মমুহূর্ত থেকেই ক্যানসার জিন মুক্ত করতে চেয়েছিলেন তিনি। আর পারলেনও। ‘জিন এডিটিং’-এর সাহায্যে মুম্বইয়ের হাসপাতালে হল এই অসাধ্য সাধন। জন্ম নিল সুস্থ যমজ সন্তান।

স্বয়ম প্রভার মা, দুই মাসি এবং এক মামা ক্যানসারে আক্রান্ত। ক্যানসারে মৃত্যু হয়েছে তাঁর দুই মাসিরই। আট বছর আগে স্বয়ম প্রভা জানতে পারেন যে ক্যানসার সৃষ্টিকারী বিআর সিএ-১ মিউটেশন রয়েছে তাঁরও। স্বামী দেবাশিস পাণিগ্রাহীর সঙ্গে আলোচনা করে তিনি মুম্বইয়ের যশলোক হাসপাতালে ভর্তি হন। এই প্রসঙ্গে আমেরিকার হেনরিফোর্ড বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের চিকিৎসক পারিজাত সেন আনন্দবাজারকে বলেন, সাধারণত মায়ের থেকে সন্তানের শরীরে এই ক্যান্সার জিন আসে। কিন্তু প্রি-ইমপ্ল্যানটেশন জেনেটিক পদ্ধতি ব্যবহার করায় এক্ষেত্রে ওই মহিলার সন্তান ক্যানসার জিন মুক্ত।

মুম্বইয়ের আইভিএফ (ইনভিট্রো ফার্টিলিটি) বিশেষজ্ঞ ফারুজা পারিখ বলেন, ভারতে এই ধরনের চিকিৎসায় প্রথমবার সাফল্য মিলল বলেই মনে করা হচ্ছে।

আরও খবর: ওয়াশিংটন, মস্কোর পর এ বার দিল্লিও ঢাকা পড়বে ক্ষেপণাস্ত্র সুরক্ষা বর্মে

আমেরিকার অ্যাবভিয়ে ফার্মাসিউটিক্যালস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের গবেষক কৌশাম্বী রায় সরকার বলেন, ‘‘প্রথমে হরমোনাল স্টিমুলেশনের মাধ্যমে অনেকগুলি এগ তৈরি করা হয়। তারপর একটি শুক্রাণুকে (স্পার্ম সেল) পরিণত এগগুলির সাইটোপ্লাজমে ইনজেকশনের মাধ্যমে স্থানান্তরিত করা হয়। ইনকিউবেশনের পর ব্লাস্টোসিস্ট দশায় ভ্রূণের বায়োপ্সি করা হয়। এরপরই জেনেটিক অ্যানালিসিস করে জানা যায়, কোন ভ্রুণে মিউটেশন রয়েছে। এরপর যেগুলিতে বিআরসিএ মিউটেশন নেই, সেই ভ্রূণগুলিই স্থানান্তরিত করা হয় স্বয়ম প্রভার দেহে।

বছর কয়েক আগে হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির দেহে বিআরসিএ ওয়ান এবং বিআরসিএ টু মিউটেশন ধরা পড়েছিল। যার ফলে তাঁর ক্যানসার হওয়ার সম্ভাবনা বেশি বলে জানান চিকিৎসকরা। এর পর নিজের স্তন ও ডিম্বাশয় অস্ত্রোপচার করে বাদ দিয়ে দেন এই অভিনেত্রী। কিন্তু স্বয়ম প্রভার ক্ষেত্রে কোনওরকম রিমুভাল সার্জারির প্রয়োজন হয়নি। তাঁর ক্ষেত্রে একটাই মিউটেশন ছিল, তাই প্রি-ইমপ্ল্যানটেশন জেনেটিক পদ্ধতির মাধ্যমে ছয়টি ভ্রূণকে আইভিএফ পদ্ধতির জন্যে বেছে নেওয়া হয়। এভাবেই দুই সদ্যোজাতকে ক্যানসার কোষ মুক্ত করে সুস্থ ভাবে জন্ম দিয়েছেন স্বয়ম প্রভা।

আরও খবর: আইনস্টাইন পাশ করলেন আরও এক কঠিন পরীক্ষা

Science IVF Medical Health
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy