Advertisement
E-Paper

এখনই বদলে নিন এই সব পাসওয়ার্ড, না হলে বিপদে পড়তে পারেন!

সম্প্রতি একটি সফ্টওয়ার কোম্পানির তরফে প্রকাশ করা হয়েছে একটি ভিডিয়ো। সেখানে প্রকাশিত হয়েছে ২০১৮ সালে ব্যবহৃত দুর্বল পাসওয়ার্ডের তালিকা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮ ২১:১৩
প্রতীকী ছবি আইস্টকের সৌজন্যে।

প্রতীকী ছবি আইস্টকের সৌজন্যে।

ইন্টারনেটে আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে আপনি যে সব ‘পাসওয়ার্ড’ ব্যবহার করেন সেগুলি যথেষ্ট নিরাপদ তো? হয়তো আপনি জানেন না, সেই পাসওয়ার্ডগুলির সবক’টিই যথেষ্ট নিরাপদ নয়! সম্প্রতি একটি সফ্টওয়ার কোম্পানির তরফে প্রকাশ করা হয়েছে একটি ভিডিয়ো। সেখানে প্রকাশিত হয়েছে ২০১৮ সালে ব্যবহৃত দুর্বল পাসওয়ার্ডের তালিকা।

ডিজিটাল যুগে ব্যাঙ্কের কাজকর্ম থেকে শুরু করে আমরা সব কিছুই করি ইন্টারনেটের মাধ্যমে। এই কাজকর্ম করার জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে হয় আমাদের। সেই অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে ব্যাবহার করা হয় পাসওয়ার্ড। কিন্তু আমাদের ব্যবহৃত পাসওয়ার্ড যদি যথেষ্ট সুরক্ষিত না নয়, তা হলে তা ব্যবহারের মানে কী থাকল?

এ বছর ইন্টারনেটে পাঁচ লক্ষ ইন্টারনেট ব্যবহারকারীর ফাঁস হওয়া পাসওয়ার্ড বিশ্লেষণ করেছে একটি সফ্টওয়ার কোম্পানি। সেই বিশ্লেষণ করেই তারা বেছে নিয়েছে এ বছরে ফাঁস হওয়া দুর্বল পাসওয়ার্ডের তালিকা।

আরও পড়ুন: কাছে এসেছে ধূমকেতু ভিরটানেন, আজ-কাল চোখ রাখুন আকাশে

SplashData's Top 100 Worst Passwords of 2018 from John Hall on Vimeo.

সেই তালিকায় রয়েছে নিম্নলিখিত পাসওয়ার্ডগুলি- ‘১২৩৪৫৬’, ‘password’, ‘১২৩৪৫৬৭৮৯’, ‘১২৩৪৫৬৭৮’, ‘১২৩৪৫’, ‘১১১১১১’, ‘১২৩৪৫৬৭’, ‘sunshine’, ‘qwerty’, ‘iloveyou’ । এই ধরনের পাসওয়ার্ড ব্যবহার করলে হ্যাকারদের সুবিধা হয় অ্যাকাউন্ট হ্যাক করতে।

ওই ভিডিয়োতে শক্তিশালী পাসওয়ার্ড তৈরির জন্য কিছু পরামর্শও দেওয়া হয়েছে। যেমন বলা হয়েছে পাসওয়ার্ড অক্ষর ও যতিচিহ্ন মিলিয়ে তৈরি করতে। অক্ষর বড় হাতের (ক্যাপিটাল) ও ছোট হাতের (স্মল) মিলিয়ে করার জন্য। জন্মদিন, বিবাহ তারিখ এই সব দিয়ে পাসওয়ার্ড না করাটাই বুদ্ধিমানের কাজ।

আরও পড়ুন: কর্পূরের মতো উবে যাচ্ছে পৃথিবীর ৪ গুণ একটা গ্রহ!

তা হলে বুঝতে পারছেন ডিজিটাল দুনিয়ায় পাসওয়ার্ডের গুরুত্ব ঠিক কতখানি! তাই যাচাই করে নিন নিজের পাসওয়ার্ড। যদি আপনার পাসওয়ার্ড, এই তালিকায় থাকা পাসওয়ার্ডের সঙ্গে মিলে যায়, তা হলে তা ঝটপট বদলে ফেলুন।

Worst Passward List Worst Passward of 2018 Tech
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy