এ বার ইউটিউবের পেইড সাবস্ক্রিপশন ইউটিউব রেড-এর সঙ্গে হাত মেলাতে চলেছে গুগল প্লে মিউজিক। তবে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, মেক্সিকো, কোরিয়া, অস্ট্রেলিয়ার ভিউয়াররাই অ্যাকসেস করতে পারবেন ইউটিউবের এই পেইড সাবস্ক্রিপশন।
ইউটিউবের সঙ্গে আগেই যুক্ত হয়েছিল গুগল প্লে মিউজিক। ইউটিউবে সাবস্ক্রাইব করলেই এখন গুগল মিউজিক প্লে অ্যাকসেস করা যায়। আবার গুগল প্লে মিউজিকের সাবস্ক্রাইবাররা ফ্রি-তে ইউটিউব অ্যাকসেস করতে পারেন। ইউটিউব রেড পেইড মেম্বারশিপ নিলে মার্কিন যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, মেক্সিকো, কোরিয়া, অস্ট্রেলিয়ার ভিউয়াররা ইউটিউব মিউজিক, ইউটিউব কিডস, ইউটিউব গেমিং অ্যাকসেস করতে পারে। এর সাহায্যে অ্যাড ফ্রি ভিডিও যেমন দেখা যায়, তেমনই ভিডিও দেখা যায় অফলাইনেও। আবার ব্যাকগ্রাউন্ডে ভিডিও মিউজিক প্লে করে ফোনে অন্য অ্যাপও অ্যাকসেস করা যায়।
আরও পড়ুন: এ বার হোয়াট্সঅ্যাপ শর্টকাটে ক্যামেরাও শেয়ার করা যাবে
অন্য দিকে, এই মুহূর্তে গুগল প্লে মিউজিকের সাহায্যে বিশ্বের ৬৪টি দেশের ইউজাররা ওয়েব প্লেয়ার ও মোবাইল অ্যাপের মাধ্যমে বিনামূল্যে গান শুনতে পারেন। এক সঙ্গে ৫০ হাজার ফাইল স্টোর করা যায়। পেইড সাবস্ক্রিপশনে ৪ কোটি গানের অ্যাকসেস পাওয়া যায়। নতুন ইউজারদের জন্য রয়েছে ৩০ দিনের ফ্রি ট্রায়াল।