Advertisement
E-Paper

মহাকাশে পাড়ি দিল কার্টোস্যাট-২

সফল উৎক্ষেপণের পর ইসরোর তরফে জানানো হয়েছে, ৭১২ কেজির কার্টোস্যাট-২ মূলত রিমোট-সেন্সিং স্যাটেলাইট। যা পৃথিবীকে নিরীক্ষণে নানা ভাবে কাজে লাগবে। পাশাপাশি, ২৪৩ কেজি ওজনের আরও ৩০টি বিদেশি ছোট কৃত্রিম উপগ্রহ একসঙ্গে পাড়ি দিল মহাকাশে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ জুন ২০১৭ ১১:৪৫
শ্রীহরিকোটা থেকে মহাকাশের উদ্দেশে যাত্রা শুরুর আগে পিএসএলভি সি-৩৮।

শ্রীহরিকোটা থেকে মহাকাশের উদ্দেশে যাত্রা শুরুর আগে পিএসএলভি সি-৩৮।

ফের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী গোটা দেশ। সৌজন্যে ইসরো।

শুক্রবার সকাল ৯.২৯ মিনিট। মহাকাশের উদ্দেশে পাড়ি দিল কার্টোস্যাট-২ সিরিজের কৃত্রিম উপগ্রহ। সহযাত্রীও আরও ৩০টি কৃত্রিম উপগ্রহ। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে মহাকাশের উদ্দেশে যাত্রা শুরু করল পিএসএলভি সি-৩৮। যার চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল বৃহস্পতিবার থেকেই।

সফল উৎক্ষেপণের পর ইসরোর তরফে জানানো হয়েছে, ৭১২ কেজির কার্টোস্যাট-২ মূলত রিমোট-সেন্সিং স্যাটেলাইট। যা পৃথিবীকে নিরীক্ষণে নানা ভাবে কাজে লাগবে। পাশাপাশি, ২৪৩ কেজি ওজনের আরও ৩০টি বিদেশি ছোট কৃত্রিম উপগ্রহ একসঙ্গে পাড়ি দিল মহাকাশে। পিএসএলভি-র কাঁধে চেপে যে মোট ৩১টি উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করা হল, সেগুলির মোট ওজন প্রায় ৯৫৫ কেজি।

আরও পড়ুন: হাজার পেরিয়ে দিব্য সুস্থ-সচল ‘মম’

ইসরো সূত্রে খবর, আজ মোট ১৪টি দেশের ২৯টি ন্যানো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। এর মধ্যে রয়েছে— অস্ট্রিয়া, বেলজিয়াম, চিলি, চেক রিপাবলিক, স্লোভাক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, লাতভিয়া, লিথুয়ানিয়া, ইংল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতের একটি ন্যানো স্যাটেলাইটও পাড়ি দেয় এ দিন। আজ সকাল ৯টা ২৯ মিনিট নাগাদ সতীশ ধবন মহাকাশ গবেষণা কেন্দ্রের প্রথম লঞ্চপ্যাড থেকে পিএসএলভি-সি ৩৮ রকেট উৎক্ষেপণ করা হয়। এই নিয়ে পিএসএলভি-র এটি ৪০তম উৎক্ষেপণ। সফল উৎক্ষেপণের পর ইসরোর বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান কিরণ কুমার।

Cartosat-2 ISRO ইসরো Polar Satellite Launch Vehicle
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy