দেশের সর্বাধুনিক গোয়েন্দা উপগ্রহ ‘রিস্যাট-২বিআর-১’কে পৃথিবীর কক্ষপথে পাঠাল ইসরো। সঙ্গে পাঠানো হল আরও ৯টি বিদেশি উপগ্রহ।
বুধবার বিকেল সাড়ে তিনটেয় অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে পিএসএলভি-সি-৪৮ রকেটের পিঠে চাপিয়ে রিস্যাট-২বিআর-১-কে পাঠানো হল কক্ষপথে।
ইসরো সূত্রে জানানো হয়েছে, এ দিন বিকেল সাড়ে তিনটেয় উৎক্ষেপণের ১৬ মিনিটের মধ্যেই রিস্যাট-২বিআর-১ গোয়েন্দা উপগ্রহটিকে পৃথিবীর ৫৭৬ কিলোমিটার উপরের কক্ষপথে ঢুকিয়ে দেয় ৪৪.৪ মিটার উঁচু পিএসএলভি-সি-৪৮। উপগ্রহটি পাঁচ বছর ধরে কাজ চালাবে।