আগামী কালই সেই মাহেন্দ্র ক্ষণ।
সোমবার, অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধবন মহাকাশ কেন্দ্র থেকে পরীক্ষামূলক ভাবে উৎক্ষেপণ করা হবে দেশীয় প্রযুক্তিতে বানানো ভারতের প্রথম স্পেস শাট্ল- ‘রিইউজেব্ল লঞ্চ ভেহিক্ল’ (আরএলভি)। এই স্পেস শাট্ল পৃথিবীর কক্ষপথে গিয়ে ছুঁড়তে পারবে একের পর এক উপগ্রহ। আর কাজ সেরে আবার ফিরে আসতে পারবে পৃথিবীতে, নির্ঝঞ্ঝাটে।
আরও পড়ুন- এত রাশি রাশি সোনা কে আনল এখানে? কী ভাবে এল এত এত গুপ্তধন?
ইসরোর এক পদস্থ কর্তা এ দিন জানিয়েছেন, আগামী কাল, পরীক্ষামূলক ভাবে পৃথিবীর ৭০ কিলোমিটার ওপরে পাঠানো হবে ওই স্পেস শাট্লটিকে।