ইউরোপের জার্সিতে এক দল প্রত্নতাত্ত্বিক খননকাজ চালানোর সময় তুষার যুগের শেষ পর্যায়ের বেশ কিছু খোদাই করা পাথরের খুঁজে পান। পরীক্ষা-নিরীক্ষা করে তাঁরা দেখেন, উদ্ধার হওয়া জিনিসগুলি ১৪ হাজার বছরের পুরনো। তবে এগুলো ম্যাগডেলিয়ান জনজাতির কি না তা খতিয়ে দেখছেন প্রত্নতাত্ত্বিকরা। আইস এজ আইল্যান্ড প্রোজেক্ট-এর এক শীর্ষ আধিকারিক সান্তাল কনেলার জানান, এই আবিষ্কারের ফলে তুষার যুগের আরও নতুন অজানা তথ্য উঠে আসবে। সে দিক থেকে এই আবিষ্কার একটা দৃষ্টান্ত সৃষ্টি করবে বলে মনে করছেন তিনি। আবিষ্কৃত হওয়া জিনিসগুলির মধ্যে রয়েছে ভোঁতা পাথরের চাঁই। যার মধ্যে আড়াআড়ি এবং লম্বা ভাবে দাগ কাটা রয়েছে। এ ধরনের পাথরের জিনিস ফ্রান্স ও জার্মানিতে উদ্ধার হয়েছে। এবং সেগুলো ম্যাগডেলেনিয়ান জনজাতির। এই জনজাতি ১৬ থেকে ১৩ হাজার বছর আগে ইউরোপে উপনিবেশ গড়ে তুলেছিল। তবে পাথরের এই জিনিসগুলি দেখে প্রত্নতাত্ত্বিকদের প্রাথমিক ভাবে মনে হয়েছে, এগুলোর ব্যবহার খুব একটা স্পষ্ট নয়। যদি এটি ম্যাগডেলেনিয়ান গোত্রের না হয়, তা হলে ওই জনজাতির আগে যে ইউরোপের উত্তরে তুষার যুগের শেষ পর্যায়ে আরও একটা জনজাতি ছিল তার মজবুত প্রমাণ পাওয়া যাবে। তবে কনেলার জানিয়েছেন, এই আবিষ্কার খুবই গুরুত্বপূর্ণ। সবে মাত্র এর কিছু অংশ খুঁজে পাওয়া গিয়েছে। এখনও অনেক বাকি।