Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Moderna

Moderna: মডার্নার টিকায় এখন এক-চতুর্থাংশ পরিমাণেই সংক্রমণ রোখা যাচ্ছে, জানাল গবেষণা

গবেষণাপত্রটি পিয়ার রিভিউ পর্যায় পেরিয়ে একটি আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকায় প্রকাশের অপেক্ষায়।

-ফাইল ছবি।

-ফাইল ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ জুলাই ২০২১ ১৮:২০
Share: Save:

আমেরিকার সংস্থা মডার্না-র কোভিড টিকা এখন এক বারই দেওয়া হয়। সেই প্রতিষেধকের পরিমাণ যতটা, তার এক-চতুর্থাংশ দেওয়া হলেই শরীরে এখন সার্স-কোভ-২ ভাইরাসের বিরুদ্ধে লড়ার জন্য অ্যান্টিবডি তৈরি হয়ে যাচ্ছে পর্যাপ্ত পরিমাণে। এক বার টিকা নেওয়া হলেই যথেষ্ট কাজ হচ্ছে। যদিও মডার্নার এই কোভিড টিকা এ বার দেওয়া হবে দু’টি ধাপে। দু'টি ধাপেই দেওয়া হবে এখনকার মডার্নার টিকার পরিমাণের এক-চতুর্থাংশ করে। ফলে, এখন মডার্নার টিকায় যে পরিমাণে প্রতিষেধক থাকে, দু’টি ধাপ মিলিয়ে তার অর্ধেক পরিমাণেই কাজ হয়ে যাবে। এ দেশে এই টিকা চালুর অনুমোদন দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই)।

মডার্নার বিজ্ঞানীদের গবেষণাপত্রটি পিয়ার রিভিউ পর্যায় পেরিয়ে একটি আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকায় প্রকাশের অপেক্ষায়। সেই গবেষণাপত্রে জানানো হয়েছে, টিকার এই পরিমাণ দেওয়া হলেই দেখা যাচ্ছে শরীরে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিবডি খুব দ্রুত তৈরি হয়ে যাচ্ছে। সেগুলি সার্স-কোভ-২ ভাইরাসের সংক্রমণ রুখে দিতে পারছে। সংক্রমণ হলেও তা গুরুতর হয়ে উঠতে পারছে না। শুধু তা-ই নয়, দু’বারে পরিমাণে আগের চেয়ে অর্ধেক হলেও মডার্নার টিকা শরীরে পর্যাপ্ত পরিমাণে টি-সেলও তৈরি করতে পারছে। যারা গিয়ে সরাসরি মেরে ফেলতে পারছে সার্স-কোভ-২ ভাইরাসকে।

আরও পড়ুন

১৫ জুলাইয়ের পর কি বাড়বে বিধিনিষেধের মেয়াদ, আগল খোলার আগে দেখছে নবান্ন

আরও পড়ুন

জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে সংসদেও কথা চায় বিজেপি

বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, কোভিড টিকার অপ্রতুলতার সময় এই গবেষণা অনেকটাই স্বস্তির খবর এনে দিল।

এখন মডার্নার কোভিড টিকায় ১০০ মাইক্রোগ্রাম ওজনের প্রতিষেধক দেওয়া হয়। গবেষকরা দেখেছেন, মডার্নার কোভিড টিকায় ২৫ মাইক্রোগ্রাম ওজনের প্রতিষেধক থাকলেও শরীরে যথেষ্ট পরিমাণে অ্যান্টিবডি তৈরি হচ্ছে। ভাইরাসকে রোখার কাজটা আরও নিখুঁত হচ্ছে ২৮ দিনের ব্যবধানে যদি দু’বার সেই টিকা নেওয়া হয়। প্রতি বারই ২৫ মাইক্রোগ্রাম ওজনের প্রতিষেধক সে ক্ষেত্রে খুবই কার্যকরী হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Moderna COVID-19 Covid Vaccines
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE