লিথিয়াম ব্যাটারিতে কোনও ত্রুটি থাকার ফলে মোবাইলে আগুন লাগার ঘটনা মাঝেমধ্যে শোনা গেলেও ল্যাপটপে আগুন লাগার ঘটনা খুবই বিরল। এমনই এক ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে টুইটারে।
ভিডিওটি পোস্ট করেছেন হোয়াইট পান্ডা নামে মার্কিন এক ইউজার। ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি ম্যাকবুক থেকে অনর্গল ধোঁয়া বেরোচ্ছে, কাঠের মেঝে পুড়ে কালো হয়ে যাচ্ছে। পোস্টে তিনি দাবি করেছেন, “ল্যাপটপটি কোলে নিয়ে বসে কাজ করছিলাম। ল্যাপটপে চার্জার লাগানো ছিল। হঠাৎই ল্যাপটপটির দুই পাশ থেকে ধোঁয়া বেরোতে থাকে।” এর পর তিনি কোনও মতে ল্যাপটপটিকে মেঝেতে নামিয়ে রাখেন, সঙ্গে সঙ্গেই ল্যাপটপটি খুলে যায় ও ধোঁয়ার পরিমাণ আরও বেড়ে যায়। এর পর তিনি নিজেই গ্লাভস পরে ল্যাপটপটিকে ঘরের বাইরে নিয়ে আসেন বলে জানিয়েছেন ওই ইউজার।