দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র (আইএসএস)-এ শুরু হয়েছে প্রস্তুতি। আজ সেখান থেকে পৃথিবীর উদ্দেশে রওনা দেবেন শুভাংশু শুক্ল এবং তাঁর তিন সঙ্গী। ড্রাগন মহাকাশযানের আনডক প্রক্রিয়া শুরু হবে। সব ঠিকঠাক চললে আগামিকাল ক্যালিফোর্নিয়া উপকূলে নামবে সেই মহাকাশযান। তার পরে সাত দিন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে মহাকাশচারীদের। লখনউয়ের শুভাংশুর পৃথিবীতে ফেরার সময় গুনছেন মা আশা শুক্ল। জানিয়েছেন, এ বার দেশে ফিরে মায়ের হাতে রান্না করা খাবার খেতে চেয়েছন পুত্র।
ওড়িশায় বাংলার পরিযায়ী শ্রমিকদের আটকে রাখার অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে হিবিয়াস কর্পাস মামলা দায়ের হয়। গত বৃহস্পতিবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ একাধিক প্রশ্নের উত্তর জানতে চায়। আদালতের প্রশ্ন, কেন বাংলার পরিযায়ী শ্রমিকদের আটকে রাখা হয়েছে? কিসের ভিত্তিতে আটক করা হয়েছে? কোনও এফআইআর দায়ের হয়েছে কি না? আটক করার পরে ওই পরিযায়ীদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে? এখন তাঁরা কোথায় রয়েছেন? আদালত জানায়, রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ এই প্রশ্নগুলি নিয়ে ওড়িশার মুখ্যসচিবের সঙ্গে সমন্বয় করতে হবে। সেই সব প্রশ্নের উত্তর আদালতকে জানাতে হবে। আজ এই বিষয়ে শুনানিতে কী হয় সে দিকে নজর থাকবে।
একের পর এক দেশে শুল্ক চিঠি পাঠাতে শুরু করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখনও পর্যন্ত ২০টিরও বেশি দেশে চিঠি পাঠিয়েছেন তিনি। তালিকায় রয়েছে বাণিজ্যিক দিক থেকে আমেরিকার অন্যতম প্রধান সঙ্গী ইউরোপও। তাদের উপরেও ৩০ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা। তবে ভারতের সঙ্গে এখনও বাণিজ্যচুক্তি সম্পূর্ণ হয়নি ট্রাম্প প্রশাসনের। এ অবস্থায় ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা কোন পথে এগোয়, সে দিকে নজর থাকবে আজ।
আইআইএম জোকায় ধর্ষণের অভিযোগের ঘটনায় এ বার ধৃত ছাত্রের পরিবারের সঙ্গেও কথা বলতে চায় পুলিশ। অভিযুক্তের পরিবারকে হরিদেবপুর থানায় ডাকা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই ছাত্রের পোশাকও বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে ফরেন্সিক বিশেষজ্ঞেরা নমুনা সংগ্রহ করেছেন। এই ঘটনার তদন্তে ন’জন সদস্যের সিট (বিশেষ তদন্তকারী দল) গঠন করেছেন কলকাতা পুলিশের সাউথ ওয়েস্ট ডিভিশনের ডিসি (ডেপুটি কমিশনার)। তদন্ত কোন পথে এগোয় সেদিকে আজ নজর থাকবে।
লর্ডসে পঞ্চম দিনে উত্তেজক খেলা দেখা যেতে চলেছে। ১৯৩ রান তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষ সেশনেই চারটি উইকেট হারিয়েছে ভারত। প্রথম সারির তিন ব্যাটার ফিরে গিয়েছেন। পঞ্চম দিনে জিততে ভারতকে আরও ১৩৫ রান তুলতে হবে। হাতে মাত্র ছ’উইকেট। ব্রাইডন কার্স, বেন স্টোকসদের সামলে জিতবে ভারত? দুপুর ৩.৩০টে থেকে শুরু খেলা। দেখা যাবে সোনি স্পোর্টস ১, ৫ এবং জিয়োহটস্টার অ্যাপে।
আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে পশ্চিমবঙ্গ উপকূলে আবার তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমানে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সে জন্য ওই জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
দ্বিতীয় দিনে ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের পাঁচটি উইকেট ফেলে দিয়েছে ভারতের অনূর্ধ্ব-১৯ দল। এখনও ৩১০ রানে পিছিয়ে রয়েছে ইংল্যান্ড। তৃতীয় দিন মাঠে আবার নামতে দেখা যেতে পারে বৈভব সূর্যবংশীকে। এ বার কি ব্যাট হাতে রান পাবেন তিনি? দুপুর ৩.৩০টে থেকে শুরু ম্যাচ। তবে কোথাও দেখা যাবে না এই খেলা।
এ ছাড়া ২০১৬ সালের প্যানেলের যোগ্য শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মী, যোগ্য ওয়েটিং ও নট কলড-ফর ভেরিফিকেশন এবং অনশনকারী মঞ্চের পক্ষ থেকে আজ নবান্ন অভিযান হবে। আজ বেলা ১২টায় শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা নবান্ন অভিযানে যাবেন। আজই মন্ত্রিসভার বৈঠক রয়েছে। বিকেল সাড়ে ৪টে নাগাদ মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। শিল্প সংক্রান্ত বেশকিছু বিষয় নিয়ে আলোচনা হতে পারে মন্ত্রিসভার বৈঠকে।