Advertisement
E-Paper

দল বেঁধে বই পড়তে চান? সুখবর আপনাদের জন্য

মোবাইলে বই পড়ার অভ্যেস অনেকরই থাকলেও দল বেঁধে বই নিয়ে আলোচনা করার সুযোগ কখনওই থাকে না। বইপ্রেমীদের সামনে এই সুযোগ নিয়ে আসতেই ‘ভাওয়েলর’ নামে নতুন এক মোবাইল অ্যাপ বাজারে এনেছে ‘ভাওয়েলর বুকস্ অ্যান্ড মিডিয়া।’ বই পড়ার জন্য লঞ্চ হওয়া অ্যাপ প্রথম এই দেশে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৮ ১৫:৩১
বইপ্রেমীদের জন্য সুখবর নিয়ে এল এই 'ভাওয়েলর' অ্যাপ

বইপ্রেমীদের জন্য সুখবর নিয়ে এল এই 'ভাওয়েলর' অ্যাপ

মোবাইলে বই পড়ার অভ্যেস অনেকরই থাকলেও দল বেঁধে বই নিয়ে আলোচনা করার সুযোগ কখনওই থাকে না। বইপ্রেমীদের সামনে এই সুযোগ নিয়ে আসতেই ‘ভাওয়েলর’ নামে নতুন এক মোবাইল অ্যাপ বাজারে এনেছে ‘ভাওয়েলর বুকস্ অ্যান্ড মিডিয়া।’ বই পড়ার জন্য লঞ্চ হওয়া অ্যাপ প্রথম এই দেশে।

কিন্তু এই স্মার্টফোন বা কিন্ডলের যুগে কোথায় আলাদা এই অ্যাপ?

এখানে সমমনস্ক বইপ্রেমীরা তৈরি করতে পারবেন নিজেদের কমিউনিটি। ‘ভাওয়েলর’-এর মূল কথাই হল, ‘একা আর বই পড়া নয়।’ কি-ওয়ার্ডের মাধ্যমে বই খুঁজে পাওয়া যাবে এই অ্যাপের মধ্যে দিয়ে। ব্যবহারকারীরা জানতে পারবেন কমিউনিটির কে কোন বই পড়ছেন। সে নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে বা মত বিনিময় করতেও পারবেন তাঁরা।

এ ছাড়াও অন্য ব্যবহারকারীদের সঙ্গে বই শেয়ার করার সুযোগও থাকছে এই অ্যাপে। থাকছে বাজারে নতুন কী বই আসছে, সেটা জানার সুযোগও। শুধু বইপ্রেমীরাই নন, উঠতি লেখকেরাও নিজের লেখা প্রচার করতে বা ব্যবহারকারীদের মধ্যে নিজের লেখা ছড়িয়ে দিতে ব্যবহার করতে পারবেন ভাওয়েলর অ্যাপ।

আরও পড়ুন: ‘পাবজি’ প্রেমীদের জন্য সুখবর, মিলল বছরের সেরা মোবাইল গেমের খেতাব

আপাতত শুধু অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মেই এই অ্যাপ ব্যবহার করা গেলেও, শীঘ্রই আইওএস ব্যবহারকারীরাও এই অ্যাপ ডাউনলোড করার সুযোগ পাবেন বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: ত্বকের ক্যানসার রুখতে পারে অ্যাপল ওয়াচ!

‘ভাওয়েলর’-এর সহ-প্রতিষ্ঠাতা মানিক ঘউরি এই প্রসঙ্গে জানান যে সমমনস্ক পাঠকদের এই মেলবন্ধনের ফলে বই পড়ার অভ্যেস আরও অনেকের মধ্যে ছড়িয়ে যাবে। ফিরে আসবে বই পড়ার হারিয়ে যাওয়া সংস্কৃতিও। সঠিক হাতে ব্যবহার হলে শিক্ষা ও জ্ঞানের ক্ষমতা অসীম; সেই সীমার পরিসর বাড়ানোই তাঁদের লক্ষ্য বলে জানান তিনি।

Tech Android Book Reading App Vowelor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy