১৯ ইঞ্চির এলসিডি টিভি। দাম মাত্র ৩৯৯৯!চমকে গেলেন? এটাই নাকি বিশ্বের সবচেয়ে সস্তার এলসিডি টিভি। এই টিভিই বাজারে এনেছে দিল্লির সংস্থা ডিটেল। এর আগে ২৯৯ টাকায় মোবাইল ফোন এনে চমক দিয়েছিল সংস্থাটি। সংস্থার দাবি ছিল, সেটিই ছিল বিশ্বের সমচেয়ে কম দামি মোবাইল ফোন। সেই পথে হেঁটেই এবার সবচেয়ে সস্তার টিভি আনল ডিটেল। সাধ থাকলেও যাদের এলসিডি টিভি কেনার সাধ্য হয় না, তাদের জন্যই এই টিভি, জানিয়েছেন সংস্থার কর্ণধার যোগেশ ভাটিয়া।
কী কী আছে এই টিভিতে?
ভাবতেই পারেন দাম এত কম বলে নামমাত্র ফিচার থাকবে এই টিভিতে। কিন্তু আদপে তা নয়। ফোন বা টিভির ক্ষেত্রে অন্যতম আগ্রহের বিষয় সেটির রেজোলিউশন। ডিটেলের এই টিভির রেজোলিউশন ১৩৬৬X৭৬৮। যার মানে এটিতে পাবেন এইচডি ডিসপ্লে। এছাড়াও রয়েছে ইউএসবি স্লট। ফলে ব্যবহার করতে পারবেন পেন ড্রাইভ। এইচডিএমআই পোর্টও রয়েছে। এর মাধ্যমে এটিকে কম্পিউটারের সঙ্গে যুক্ত করা তো যাবেই, সেই সঙ্গে অ্যামাজন ফায়ারস্টিকের মতো কোনও স্ট্রিমিং ডিভাইস দিয়ে এটিকে স্মার্ট টিভিতে রূপান্তর করা যাবে সহজেই। এছাড়াও একবছরের অনসাইট ওয়ার্যান্টি দিচ্ছে সংস্থাটি।
কীভাবে কেনা যাবে এই টিভি?
টিভিটির এমআরপি ৪৯৯৯। কিন্তু সংস্থার ওয়েবসাইট বা অ্যাপে ২০ শতাংশ ছাড় দিয়ে মাত্র ৩৯৯৯ টাকাতেই পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন: দাম শুরু ৪১ লক্ষ থেকে, এই বাইকগুলি কিনবেন নাকি!
আরও পড়ুন: ইউএফও থেকে ঘূর্ণিঝড়, ককপিট থেকে যে সব বিচিত্র জিনিস দেখতে পান পাইলটরা!