কুকুরের আতঙ্ক তাড়া করে বেরাচ্ছে হুড়া থানার লালপুর, ভাগাবাঁধ, চাকলতা, ছামনিগোড়া-সহ আশপাশের গ্রামগুলির বাসিন্দাদের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ১২ জন বাসিন্দা একটি কুকুরেরই কামড়ের শিকার হয়েছেন। ভাগাবাঁধ গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ মণ্ডল লালপুর মোড়ে একটি দোকান চালান। তাঁর কথায়, ‘‘ক’দিন আগে আমি রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলাম। সেই সময় হঠাৎ একটা কুকুর ছুটে এসে আমার পায়ে দাঁত বসিয়ে দেয়।’’ এই গ্রামেরই বাসিন্দা হপন মণ্ডলের কথায়, ‘‘আমি একদিন সন্ধ্যাবেলায় পুকুর থেকে ফিরছিলাম। অন্ধকারের মধ্যে আচমকা আমার পায়ে কামড়ে দেয় ওই কুকুরটা।’’ লালপুর মোড়ের আর এক দোকানদার দেবদাস মণ্ডল জানান, একের পর এক বাসিন্দাকে কুকুরটা কামড়ানোয় সবাই খুব আতঙ্কের মধ্যে রয়েছেন। মাগুড়িয়া-লালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রভাসচন্দ্র বাউরি বলেন, ‘‘বেশ কয়েকজন কুকুরের কামড়ের শিকার হয়েছেন। এ নিয়ে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। যাঁরা গরিব তাঁরা যাতে হাসপাতাল থেকে এআরভি ইঞ্জেকশন নিখরচায় পান তার ব্যবস্থা করা হয়েছে।’’ তিনি জানান, ওই কুকুরটাকে এলাকায় দু’-একদিন দেখা যাচ্ছে না।