Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ভারতকে ছক্কা হাঁকিয়ে সার্নে পাকিস্তান

পাকিস্তান পারে, আর ভারত পারে না! প্রসঙ্গ ক্রিকেট হলে এত ক্ষণে ধুন্ধুমার পড়ে যেত। কিন্তু বিষয়টা যে হেতু বিজ্ঞান-গবেষণা, তাই সাধারণ মানুষের কোনও হেলদোল নেই। একই অবস্থা সরকারেরও। ইওরোপের যে গবেষণাগারে সত্যেন্দ্রনাথ বসুর পদবি নামাঙ্কিত হিগস-বোসন ওরফে ‘ঈশ্বর কণা’ আবিষ্কার নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল সারা বিশ্বে, সেই সার্ন-এর ‘অ্যাসাসিয়েট মেম্বার’ অর্থাৎ সহযোগী সদস্য হচ্ছে পাকিস্তান। সার্ন-এর ডিরেক্টর জেনারেল রল্ফ হয়্যার বৃহস্পতিবার কলকাতায় জানালেন “পাকিস্তানের তরফে ওই সদস্যপদ পাওয়ার প্রস্তুতি শেষ। সরকারি ভাবে ঘোষণা করা হবে শীঘ্রই।”

পথিক গুহ
কলকাতা শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৫ ০৩:০০
Share: Save:

পাকিস্তান পারে, আর ভারত পারে না! প্রসঙ্গ ক্রিকেট হলে এত ক্ষণে ধুন্ধুমার পড়ে যেত। কিন্তু বিষয়টা যে হেতু বিজ্ঞান-গবেষণা, তাই সাধারণ মানুষের কোনও হেলদোল নেই। একই অবস্থা সরকারেরও।

ইওরোপের যে গবেষণাগারে সত্যেন্দ্রনাথ বসুর পদবি নামাঙ্কিত হিগস-বোসন ওরফে ‘ঈশ্বর কণা’ আবিষ্কার নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল সারা বিশ্বে, সেই সার্ন-এর ‘অ্যাসাসিয়েট মেম্বার’ অর্থাৎ সহযোগী সদস্য হচ্ছে পাকিস্তান। সার্ন-এর ডিরেক্টর জেনারেল রল্ফ হয়্যার বৃহস্পতিবার কলকাতায় জানালেন “পাকিস্তানের তরফে ওই সদস্যপদ পাওয়ার প্রস্তুতি শেষ। সরকারি ভাবে ঘোষণা করা হবে শীঘ্রই।”

আর ভারতের? এই বিষয়ে এ দেশের বিজ্ঞানীদের তদ্বির-তদারক শুরু হয়েছে পাঁচ বছর হল। পরমাণু শক্তি কমিশনের তরফে নয়াদিল্লির কাছে আবেদনও জমা পড়েছে বহু আগে। কিন্তু সে আবেদন চাপা পড়ে রয়েছে ফাইলের স্তূপে। ইতিমধ্যে বদল এসেছে সরকারেও। ইউপিএ জমানার শেষ হয়ে এখন ক্ষমতায় নরেন্দ্র মোদীর সরকার। ফাইল সেই চাপা পড়েই। ফলে সার্ন-এর কাছে এখনও পৌঁছয়নি ভারতের আবেদনপত্র।

গত ১৯ ডিসেম্বর ইসলামাবাদে পাকিস্তানের সদস্যপদ প্রাপ্তির ব্যাপারে পাকিস্তান অ্যাটমিক এনার্জি কমিশনের চেয়ারম্যান আনসার পারভেজের সঙ্গে চুক্তি সাক্ষর করেন হয়্যার। মহাসমারোহে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সে দেশের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফও। এই ব্যাপারে পাকিস্তানের উদ্যোগকে ঐতিহাসিক আখ্যা দেন শরিফ।

কলকাতায় এখন অনুষ্ঠিত হচ্ছে পাঁচ দিনের আন্তর্জাতিক আলোচনা চক্র। যার বিষয়বস্তু ‘কোয়ার্ক-গ্লুঅন প্লাজমা’। ব্রহ্মাণ্ডের জন্মকালে পদার্থের অবস্থা ব্যাখ্যা করছেন গবেষকেরা। এই সম্মেলনে যোগ দিতে কলকাতায় এসে হয়্যারই জানালেন পাকিস্তানের কথা।

ভারত কি তবে পিছিয়েই থাকবে?

হয়্যারের জবাব, “শুধু আশাবাদী নই, আমি আত্মবিশ্বাসীও। এর আগে বহু বার বলেছি, ভারতের সদস্যপদ প্রায় পাকা। কিন্তু সেই ‘প্রায় পাকা’ দশা একেবারে পাকা হচ্ছে না। আশা করছি ভারতের আবেদন সার্ন-এর কাছে দ্রুত পৌঁছবে এবং ভারত সার্ন-এর সহযোগী সদস্য হবে। কিন্তু সেটা কবে হবে, তা নির্ভর করছে প্রশাসনের ফাইল চালাচালির উপরেই।”

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের বৈজ্ঞানিক উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে ভারতের সদস্যপদ প্রাপ্তির বিষয়ে একদা দৌড়ঝাঁপ করেছিলেন বিজ্ঞানী বিকাশ সিংহ। এ দিন সাংবাদিকদের তিনি বলেন, “দুর্ভাগ্যবশত ভারতে বিজ্ঞান গবেষণার ব্যাপারে মাতব্বরি করেন আমলারা। পৃথিবীর বহু দেশেই ব্যবস্থাটা এই রকম নয়। ওই সব দেশে বিজ্ঞানের নীতি-নির্ধারকদের নিজেদেরই বিজ্ঞানের ডিগ্রি থাকে। ফলে তাঁরা প্রকল্পের গুরুত্ব বুঝতে পারেন। ভারতের অর্থমন্ত্রকের আমলারা, যাঁরা ভারতের সদস্যপদের ব্যাপারে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের সবুজ সংকেত দেবেন, তাঁরা আমাদের সদিচ্ছার গুরুত্বই বুঝতে পারছেন না।”

ভারতের অনেক গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা তো ইতিমধ্যেই সার্ন-এর নানা কাজে যুক্ত। তা হলে দেশ হিসেবে সহযোগী সদস্য হলে বাড়তি সুবিধা কী? “অনেক...।” হয়্যারের কথায়, “একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। সহযোগী সদস্য হলে ভারতের সরকারি-বেসরকারি সংস্থাগুলো সার্ন-এর যন্ত্রপাতি তৈরির টেন্ডারে যোগ দিতে পারবে। বাড়বে ভারতীয় সংস্থাগুলোর সূক্ষ্ম উৎপাদন ক্ষমতা। দেশের বৈজ্ঞানিক দক্ষতা বাড়ার ক্ষেত্রে পথ প্রশস্ত হবে।”

সার্ন-এর সহযোগী সদস্যপদের আরও ব্যাখ্যা দিলেন ভ্যারিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টারের বিজ্ঞানী তপন নায়েক। তিনি বললেন, “সার্ন-এর পূর্ণ সদস্য ২১টি দেশ। নিজের অনেক সাইক্লোট্রন যন্ত্র রয়েছে বলে আমেরিকা পূর্ণ সদস্য নয়। কিন্তু তা বাদ দিলে ইওরোপের প্রায় সব দেশ এর পূর্ণ সদস্য। এ ছাড়াও রয়েছে সহযোগী সদস্যেরা। পূর্ণ সদস্য হওয়ার আগের ধাপ সেটি।” সহযোগী সদস্য হতে সার্ন-কে বছরে ৫০ কোটি টাকা দেওয়ার আশ্বাস দিতে হবে ভারতকে। ক্ষোভ প্রকাশ করে নায়েক বলেন, “শুধু এইটুকু আশ্বাসের সঙ্গে আবেদনপত্র..., তাই হয়তো দিয়ে উঠতে পারছে না ভারত।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

serne pakistan pathik guha
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE