বাঘমুণ্ডিতে দিন দশেক ঘাঁটি গেড়ে থাকার পরে ১৮টি হাতির পাল ঢুকে পড়ল বলরামপুরে। মঙ্গলবার রাতে দলটি বাঘমুণ্ডির দিক থেকে বলরামপুরের ঘাটবেড়া এলাকায় ঢুকে পড়ে বলে বন দফতর জানিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই রাতে খেঁকরিডি গ্রামে একটি বাড়ি ভাঙার পাশাপাশি সেই বাড়ি থেকে চালও খায় দলটি। তার পর ধানের জমি তছনছ করে লাগোয়া জঙ্গলে আশ্রয় নেয়। বুধবার ঘাটবেড়া এলাকাতেও একই ভাবে ধানের জমি তছনছ করেছে হাতির দল। বন দফতর সূত্রে জমিতে ধানের ক্ষয়ক্ষতির কথা স্বীকার করা হয়েছে। হাতিগুলি ঘাটবেড়া থেকে অযোধ্যা পাহাড়ের জঙ্গলের দিকে গিয়েছে বলে বন দফতরের দাবি।