হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে বেলিয়াতোড় রেঞ্জের বৃন্দাবনপুর বিটে। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তি সুকুমার ঘোষ (৫২) বৃন্দাবনপুর বিটের বড়কুড়া গ্রামের বাসিন্দা। এ দিন সকালে তিনি গ্রাম সংলগ্ন জঙ্গলে ছাতু সংগ্রহ করতে গিয়েছিলেন। সেখানেই হাতির হানায় মৃত্যু হয় তাঁর। পরে গ্রামবাসী তাঁর রক্তাক্ত দেহ দেখতে পান। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। বেলিয়াতোড় রেঞ্জের আধিকারিক রঞ্জিত সিংহ মহাপাত্র মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন। এ নিয়ে চলতি বছর বাঁকুড়ায় হাতির হানায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৮।