ছবি: সংগৃহীত।
মন ভাল নেই আমুল-কন্যার। মনে একরাশ চাপা ক্ষোভ-রাগ-দুঃখ। চোখ ফেটে জল আসছে।
এমন অন্ধকার সময় বোধহয় আর কখনও আসেনি এ দেশে। কাঠুয়া, উন্নাও, সুরাত, এটা— দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক শিশু-কিশোরীকে ধর্ষণ-গণধর্ষণ করে খুনের ঘটনা ঘটে চলেছে। তাই মন ভাল নেই আমুল-কন্যার। ছোট্ট হাতে মুখ ঢেকে সে বলছে, ‘জরা আঁখ মে ভর লো পানি।’
আমুলের নতুন বিজ্ঞাপনে দেখা যাচ্ছে, এবড়ো-খেবড়ো পথে বসে কচি দু’হাতে ধরা তার মুখখানি। মাথা নিচু। গাল বেয়ে দু’ফোঁটা জল নেমে আসছে। উপরে লেখা, লতা মঙ্গেশকরের গাওয়া সেই অমর গানের লাইনটি, ‘জরা আঁখ মে ভর লো পানি।’
আরও পড়ুন
নির্দিষ্ট বয়সের পরেও স্তন্যপান! হতে পারে ক্ষতি
#Amul Topical: Condemning atrocities on women... pic.twitter.com/igj84im1Q7
— Amul.coop (@Amul_Coop) April 17, 2018
বিজ্ঞাপনটি প্রকাশিত হওয়ামাত্র সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়েছে। ফেসবুক-টুইটারে অসংখ্য মানুষ তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। সকলেরই বক্তব্য প্রায় এক। এ সমাজ ভাল নেই। তাই আমুল-কন্যাকেও কাঁদিয়ে ছেড়েছে। যে শিশুটি সব সময় হাসিখুশি থাকত, তারও চোখ ফেটে জল আসছে আজ। টুইটারে ওই বিজ্ঞাপনের নীচে আমুলের তরফে লেখা হয়েছে— ‘মহিলাদের প্রতি নৃশংসতাকে ধিক্কার জানাই।’
আরও পড়ুন
ঘরেই বসত বিপদের, সরব হলেন ওঁরা
এই বিজ্ঞাপন দেখে এক নেটিজেনের মন্তব্য, “জেগে ওঠো ভারত।” অন্য এক জনের প্রশ্ন, “কোথায় গেল মানবতা?” অপর এক জন লিখেছেন, “যে মেয়েটি সব সময় আমাদের মুখে হাসি ফুটিয়েছে, সে আজ কাঁদছে?”
This says it all. The @Amul_Coop girl crying?? She always brought a smile on our faces. We need to wake up a a society. pic.twitter.com/lzjarCaGO8
— Manmohan Bahadur (@BahadurManmohan) April 18, 2018
আমুলের বিজ্ঞাপনে সব সময়ই দেশের প্রাসঙ্গিক বিষয়গুলি উঠে এসেছে। তা সে সামাজিক,অর্থনৈতিক, রাজনৈতিক হোক বা ক্রীড়াজগতে ভারতের উৎকর্ষ— প্রতিটি বিষয়ের উপরেই সময়ানুযায়ী বিজ্ঞাপনে ভেসে উঠেছে আমুল-কন্যার মুখ। এ বারও দেশজোড়া ক্ষোভ-দুঃখ-রোষ-প্রতিবাদের প্রতীক হয়ে যেন উঠে এসেছে আমুল-কন্যা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy