Advertisement
২৫ এপ্রিল ২০২৪

নারী দিবস: এই মহিলারাই উতরে দিচ্ছেন ১৭ ঘণ্টার আকাশ-পথ

এত লম্বা আকাশ-পথে শুধুই মহিলারা কখনও এক সঙ্গে পাড়ি জমাননি এর আগে। এই প্রথম ২৬ জনে মিলে বহু মানুষকে উতরে দেবেন ১৪ হাজার ৬০০ কিলোমিটার আকাশ-পথ। ১৭ ঘণ্টায়। কোথাও না থেমে। না নেমে। আর এ ভাবেই কার্যত, পৃথিবীর এক মেরু থেকে অন্য মেরুতে, দিল্লি থেকে সানফ্রান্সিসকোয় ‘আন্তর্জাতিক নারী দিবসে’র বার্তা পৌছে দেবেন ওই ৩০ জন সাহসী মহিলা। এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী ‘এএল-১৭৩’ বোয়িং বিমানে। দিল্লি থেকে ওই ঐতিহাসিক উড়ানটি আকাশে উড়ছে সোমবারই।

সেই ঐতিহাসিক উড়ানের বিমান-চালিকা ও কর্মীরা।

সেই ঐতিহাসিক উড়ানের বিমান-চালিকা ও কর্মীরা।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৬ ১৩:৫২
Share: Save:

এত লম্বা আকাশ-পথে শুধুই মহিলারা কখনও এক সঙ্গে পাড়ি জমাননি এর আগে।

এই প্রথম ৩০ জনে মিলে বহু মানুষকে উতরে দেবেন ১৪ হাজার ৬০০ কিলোমিটার আকাশ-পথ। ১৭ ঘণ্টায়। কোথাও না থেমে। না নেমে।

আর এ ভাবেই কার্যত, পৃথিবীর এক মেরু থেকে অন্য মেরুতে, দিল্লি থেকে সানফ্রান্সিসকোয় ‘আন্তর্জাতিক নারী দিবসে’র বার্তা পৌছে দেবেন ওই ২৬ জন সাহসী মহিলা। এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী ‘এএল-১৭৩’ বোয়িং বিমানে। দিল্লি থেকে ওই ঐতিহাসিক উড়ানটি আকাশে উড়ছে সোমবারই। রাত ২টো ৪৫ মিনিটে রওনা দেবে এই ঐতিহাসিক উড়ান। আর তা সানফ্রান্সিসকোয় পৌঁছে যাবে, ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবসের আগেই।

আরও পড়ুন- মহিলাদের পাশে থাকার বার্তা বলি তারকাদের

যে বিমানের ক্যাপ্টেনই বলুন, বা কেবিন ক্রু, ককপিট ক্রু, চেক-ইন স্টাফ, ডাক্তার বা কাস্টমার কেয়ার স্টাফ, সকলেই মহিলা। দুই বিমান-চালিকা ক্যাপ্টেন ক্ষমতা বাজপেয়ী ও ক্যাপ্টেন শুভাঙ্গী সিংহের নেতৃত্বে এয়ার ইন্ডিয়ার ওই ঐতিহাসিক উড়ানে রয়েছেন দুই ফার্স্ট অফিসার- ক্যাপ্টেন রামিয়া কীর্তি গুপ্তা ও ক্যাপ্টেন অমৃত নামধারী। এখানেই শেষ নয়। ওই উড়ানের গ্রাউন্ড স্টাফরাও সকলেই মহিলা। অপারেটার থেকে টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার থেকে ফ্লাইট ডিসপ্যাচার, ট্রিমার, সর্বত্রই ‘পুরুষ‌ নিষিদ্ধ’! ওই উড়ানের ‘গ্রাউন্ড স্টেশন’ আক্ষরিক অর্থেই, ‘অল উইমেন জোন’।

এই সেই ঐতিহাসিক উড়ান।

এয়ার ইন্ডিয়ার সিএমডি অশ্বিনী লোহানি এই উড়ানটিকে ‘ঐতিহাসিক’ বলে জানিয়েছেন, ‘‘নারীর ক্ষমতায়নের স্মারক হিসেবেই এই বিমানের নাম থেকে যাবে ইতিহাসের পাতায়।’’ ওই বিমানের এক নম্বর ক্যাপ্টেন ক্ষমতা বাজপেয়ীর কথায়, ‘‘চাইলে, অনেক কিছুই পাওয়া যায়। স্বপ্নকেও যে সম্ভব করে তোলা যায়, তা দেখিয়ে দিল এয়ার ইন্ডিয়া।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE