Advertisement
১৯ এপ্রিল ২০২৪

শীত আসতেই খুসকি? জেনে নিন ঘরোয়া টোটকা

শীত মানেই উজ্জ্বল রঙের পোশাক। কিন্তু পোশাকের উপর যদি মাথা থেকে ঝরে পড়ে খুসকি তাহলে কিন্তু পুরো ফ্যাশনটাই মাটি। শীতকালে সারা শরীরের ত্বকের মতোই শুকিয়ে যায় মাথার চামড়াও। মরা চামড়া ঝরে পড়ে। এতে কিন্তু শুধু চুলের নয়, ত্বক, চোখ, স্বাস্থ্যেরও ক্ষতি হতে পারে।

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৫ ১৬:২৫
Share: Save:

শীত মানেই উজ্জ্বল রঙের পোশাক। কিন্তু পোশাকের উপর যদি মাথা থেকে ঝরে পড়ে খুসকি তাহলে কিন্তু পুরো ফ্যাশনটাই মাটি। শীতকালে সারা শরীরের ত্বকের মতোই শুকিয়ে যায় মাথার চামড়াও। মরা চামড়া ঝরে পড়ে। এতে কিন্তু শুধু চুলের নয়, ত্বক, চোখ, স্বাস্থ্যেরও ক্ষতি হতে পারে।

১। নিম পাতা- এক মুঠো নিম পাতা জলে ফুটিয়ে নিন। ঠান্ডা করে এই জল দিয়ে সপ্তাহে দুই থেকে তিন দিন চুল ধুয়ে নিন। খুসকি কমে যাবে।

২। নারকেল তেল- লেবুর রস ও নারকেল তেল মিশিয়ে স্ক্যাল্পে মাসাজ করুন। ২০ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন। খুস্কি কমাতে সপ্তাহে দুই থেকে তিন দিন এটা করুন।

৩। অ্যাপল সিডার ভিনিগার- দুই টেবিল চামচ অ্যাপল সিডার ভিনিগারের সঙ্গে সম পরিমাণ জল, ১৫-২০ ফোঁটা টি ট্রি অয়েল স্ক্যাল্পে মাসাজ করুন। কয়েক মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন।

৪। বেকিং সোডা- চুল পরিষ্কার করে ধুয়ে নিয়ে এক মুঠো বেকিং সোডা স্ক্যাল্পে মাসাজ করুন। কিছু ক্ষণ রেখে হালকা গরম জলে ধুয়ে ফেলুন। সপ্তাহে এক থেকে দুই বার টানা কয়েক সপ্তাহ এটা করুন।

৫। হোয়াইট ভিনিগার- দুই কাপ জলের মধ্যে এক কাপ ভিনিগার মিশিয়ে নিন। শ্যাম্পু করার পর এই মিশ্রণ দিয়ে চুল ধুয়ে নিন। অথবা এই মিশ্রণ স্ক্যাল্পে লাগিয়ে ১০ মিনিট রাখুন। ধুয়ে ফেলুন জল দিয়ে।

৬। অলিভ অয়েল- অলিভ অয়েল গরম করে নিন। স্ক্যাল্পে গরম অলিভ অয়েল মাসাজ করে গরম তোয়ালে জড়িয়ে ৪৫ মিনিট রাখুন। শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে নিন।

৭। টি ট্রি অয়েল- শ্যাম্পুর মধ্যে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল ও এক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে শ্যাম্পু করুন। এক চামচ নারকেল তেল বা অলিভ অয়েলের সঙ্গে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে স্ক্যাল্পে মাসাজ করুন। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন।

৮। লেবুর রস- সিকি কাপ দইয়ের সঙ্গে অর্ধেক লেবুর রস মিশিয়ে স্ক্যাল্পে মাসাজ করুন। ২০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। অথবা জলের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে স্ক্যাল্পে লাগিয়ে পাঁচ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলুন।

৯। অ্যাসপিরিন- দুটো অ্যাসপিরিন গুঁড়ো করে শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে স্ক্যাল্পে মাসাজ করুন। কয়েক মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন। তিনটে অ্যাসপিরিন গুঁড়ো করে এক টেবিল চামচ ভিনিগারের সঙ্গে মিশিয়ে নিন। এই মিশ্রণ স্ক্যাল্পে লাগিয়ে আধ ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন।

১০। মেথি- দুই থেকে তিন টেবিল চামচ মেথি জলে ভিজিয়ে সারা রাত রেখে দিন। সকালে মেথি বেটে নিয়ে কয়েক চামচ দইয়ের সঙ্গে মিশিয়ে নিন। কয়েক ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE