চোখের কোলে কালি থাকলে অনেক সুন্দর চেহারাও ক্লান্ত দেখায়। বর্তমান জীবনযাপনে স্ট্রেস, কাজের চাপ, সময়ের অভাবে চোখের তলায় কালি পড়তে বাধ্য। আবার অন্য দিকে এই সমস্যা বেশ দীর্ঘস্থায়ী। এক বার চোখের কোলে কালি পড়লে কালি দূর করতে বেশ কসরত্ করতে হয়। জেনে নিন কালি দূর করার কিছু ঘরোয়া টোটকা।
আমন্ড তেল- বাদাম তেলরে সঙ্গে ভিটামিন ই অয়েল মিশিয়ে চোখের উপরে, নীচে মাসাজ করুন। হাতের অনামিকা দিয়ে চোখের উপরে, নীচে প্রথমে ক্লকওয়াইজ, তারপর অ্যান্টিক্লকওয়াজ মাসাজ করুন। রাতে ঘুমতো যাওয়ার করে প্রতি দিন এ ভাবে মাসাজ করুন। পর দিন সকালে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।
শশা- মোটা মোটা স্লাইস করে ৩০ মিনিট ফ্রিজে রেখে দিন। চোখের উপর ১০ মিনিট ঠান্ডা শশার টুকরো রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। সম পরিমাণ শশার রস ও লেবুর রস মিশিয়ে চোখের কোলে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেললেও উপকার পাবেন।