ত্বক ভাল রাখার ক্ষেত্রে বরফ একটা দারুণ ওষুধ। মেকআপের আগে বরফ ব্যবহার করলে বিভিন্ন ভাবে উপকার পেতে পারেন আপনি। মেকআপের ক্ষেত্রে কী ভাবে হতে পারে বরফের সঠিক ব্যবহার? জেনে নিন এক ঝলকে।
১) মেকআপের আগে মুখে বরফ ঘষে নিন। তাতে মেকআপ ভাল বসবে এবং দীর্ঘস্থায়ী হবে।
২) দিনে ১২-১৪ ঘন্টা ল্যাপটপ বা টিভির সামনে বসে থাকেন? চোখের নীচে ঘন কালি পড়ে গিয়েছে হয়তো। আইস কিউব চোখের তলায় ঘষে নিন। যা আপনার চোখের কালি দূর করতে সাহায্য করবে।