Advertisement
E-Paper

আপনার স্বামী কি মামা’জ বয়? জেনে নিন ১০ লক্ষণ

বিয়ে হয়েছে বেশ কয়েক বছর হল। এমনিতে আপনার স্বামী বেশ দায়িত্ববান, কিন্তু মাকে দেখলেই কেমন যেন বদলে যান। এখনও সব কাজেই মাকে দরকার। এমনটা হলে কিন্তু বুঝতে হবে আপনার স্বামী মামা’জ বয়। অনেকেরই স্বামীকে নিয়ে রয়েছে এই অভিযোগ। জেনে নিন কী কী লক্ষণ দেখে বুঝবেন উনি মামা’জ বয়।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৫ ১৪:৫০

বিয়ে হয়েছে বেশ কয়েক বছর হল। এমনিতে আপনার স্বামী বেশ দায়িত্ববান, কিন্তু মাকে দেখলেই কেমন যেন বদলে যান। এখনও সব কাজেই মাকে দরকার। এমনটা হলে কিন্তু বুঝতে হবে আপনার স্বামী মামা’জ বয়। অনেকেরই স্বামীকে নিয়ে রয়েছে এই অভিযোগ। জেনে নিন কী কী লক্ষণ দেখে বুঝবেন উনি মামা’জ বয়।

রান্নার তুলনা

স্বামী কি সব আপনার সব রান্নার সঙ্গেই ওনার মায়ের হাতের রান্নার তুলনা করেন? সত্যিই কি আপনার শাশুড়ির সব রান্নাই আপনার রান্নার থেকে বেশি সুস্বাদু? এমনটা কিন্তু হতেই পারে না। আসলে রান্নার স্বাদ নয়, আপনার স্বামী এখনও মায়ের আদর করে খাওয়ানোর নেশা কাটিয়ে উঠতে পারেননি। তাই সব কিছুতেই ওনার তুলনা টেনে আনেন।

মা জামা কাপড় কেচে দেন

সব মায়েরাই সন্তানকে স্নেহ করেন। কিন্তু বয়সের সঙ্গে স্বাবলম্বী হতে শেখাটাও জরুরি। আজও কি আপনার শাশুড়িই ওনার জামা কাপড় কেচে দেন?

মায়ের ফোন

সারক্ষণই কি স্বামীর ফোনে ওনার মায়ের ফোন আসতে থাকে? অফিস ঠিক মতো পৌঁছলেন কিনা, দুপুরে খেলেন কিনা, বাড়ি ফিরতে দেরি হবে কিনা, কারণে-অকারণে মায়ের সঙ্গে কথা না বললে কি উনি অসহায় বোধ করেন?

মা সামনে থাকলেই আহ্লাদি

মায়ের সামনে থাকলেই কি ওনার আচরণ বদলে যায়? যিনি অফিসে, আপনার সামনে অত্যন্ত দাপটের সঙ্গে থাকেন মা থাকলেই তিনি শিশুর মতো আচরণ করেন। আর মাও যথেষ্ট আহ্লাদ দেন।

মায়ের পক্ষ

বচসা বাঁধলে, ঝামেলা হলেই কি উনি সব সময় মায়ের পক্ষ নেন?

মা হঠাত্ করে এসে যান

আপনার শাশুড়ি কি যখন তখন আপনাদের দু’জনের সংসারে চলে আসেন? উনিও আদরের ছেলেকে ছেড়ে থাকতে পারেন না। আর ছেলেও মাকে পেলে আপনাকে ভুলেই যান।

অপরাধ বোধ

এই ধরনের পুরুষদের মায়েরা ছেলেকেই নিজের জগত্ মনে করেন। তার বাইরে কিছুই ভাবতে পারেন না। ছোট থেকেই এদের শেখানো হয় মাকে খুশি রাখাই প্রাথমিক দায়িত্ব। মায়েরা তাই ছেলের জীবনের ব্যস্ততা বুঝতে চান না। তাঁরা যথেষ্ট গুরুত্ব পাচ্ছেন না এই অভিযোগ করতে থাকেন আর ছেলেও তাতে অপরাধ বোধে ভোগেন।

মায়ের সঙ্গে থাকেন

নিজের সংসার ছেড়ে প্রায়ই উনি মায়ের সঙ্গে থাকতে চলে যান? উইকএন্ডে আপনার সঙ্গে সময় কাটানোর থেকে মায়ের হাতের রান্না খেয়ে, আদর খেয়ে সময় কাটাতেই বেশি ভালবাসেন? আর এক সংসারে থাকলে তো কথাই নেই। বাড়িতে যতক্ষণ থাকেন ততক্ষণই মায়ের সঙ্গেই সময় কাটান।

নালিশ

দাম্পত্য সমস্যার কথা কি উনি সব সময় মায়ের সঙ্গে ভাগ করেন? কখনও কখনও আবার আপনার নামে নালিশও করেন? আর শাশুড়িও দু’জনের ঝামেলা মেটাতে আপনাকে বকে ঝকে দেন?

আপনাকে সম্মান করেন

মামা’জ বয়দের সবচেয়ে ভাল গুণ এঁরা মহিলাদের সম্মান করতে শেখেন। যেহেতু মায়ের কাছ থেকে জীবনের সেরাটা পেয়ে থাকেন তাই নিজের জীবনের মহিলাটিকেও জীবনের সেরাটা দেওয়ার চেষ্টা করেন।

পড়ুন শাশুড়ির সঙ্গে ঝগড়া, কী ভাবে সামলাবেন?

mama's boy husband mother-son manabi caring
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy