Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Women News

গরমে ব্যাগে এই ৫টি বিউটি প্রডাক্ট অবশ্যই রাখুন

গরম ভালই পড়েছে। কলকাতার গরম মানেই ঘাম। এমনটাই জানতাম এত দিন আমরা। তবে এ বারের গরমটা কেমন যেন অন্য রকম। ঘাম বিশেষ হচ্ছে না, শুষ্ক শুষ্ক ভাব। এই সময় বাইরে বেরোতে হলে ব্যাগে অবশ্যই রাখুন প্রয়োজনীয় কিছু জিনিস।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৭ ১৫:২০
Share: Save:

গরম ভালই পড়েছে। কলকাতার গরম মানেই ঘাম। এমনটাই জানতাম এত দিন আমরা। তবে এ বারের গরমটা কেমন যেন অন্য রকম। ঘাম বিশেষ হচ্ছে না, শুষ্ক শুষ্ক ভাব। এই সময় বাইরে বেরোতে হলে ব্যাগে অবশ্যই রাখুন প্রয়োজনীয় কিছু জিনিস। কাজ শেষে বাড়ি ফিরে আসুন, বা অন্য কোথাও যান। এই ৫টি জিনিস আপনার সব সময় প্রয়োজন হবে।

কুলিং ফুট স্প্রে

গরমে রোদের হাত থেকে মুখ বাঁচানোর জন্য সানগ্লাস, হ্যাট তো ব্যবহার করছেন। কিন্তু গরমে পায়েরও যে ক্ষতি হচ্ছে। ঘাম জমে পায়ের পাতায় ইনফেকশন যেমন হতে পারে, তেমনই পায়ের ত্বক শুষ্কও হয়ে যেতে পারে। পা থেকে ঘামের দুর্গন্ধ ও শুষ্ক ভাব দূর করতে কুলিং ফুট স্প্রে ব্যবহার করুন।

ফেস মিস্ট

গরমে ঘাম হওয়ার কারণে প্রায়শই মুখ ধুতে ইচ্ছা হয়। আবার শুষ্ক গরমে ত্বক অতিরিক্ত শুকিয়ে গিয়ে জ্বালা করে। ডিহাইড্রেশন হয়। তাই ব্যাগে রেখে দিন ফেস মিস্ট। সময় মতো মুখে স্প্রে করে নিন। রোজ ফেস মিস্ট যেমন সুগন্ধী, তেমনই আপনাকে তরতাজা রাখবে। রোজ মিস্ট সব ত্বকের জন্যই ভাল।

অ্যালয় জেল

গরমে যেই প্রডাক্টটা বিউটি কিটে সব সময় থাকা প্রয়োজন সেটা হল অ্যালয় ভেরা জেল। সানবার্ন, র‌্যাশ, গরমের যে কোনও সমস্যায় ত্বকের জ্বালা কমিয়ে ঠান্ডা রাখতে সাহায্য করে অ্যালয় ভেরা জেল। তাই ব্যাগে অবশ্যই রাখুন এটা।

অ্যান্টি-পারসপিরান্ট

গরমে জামা-কাপড়ে ঘামের দাগ দেখতে খুবই খারাপ লাগে। এই সময় ভাল কোনও ডিওডরান্ট বা অ্যান্টি-পারসপিরান্ট অবশ্যই থাকা উচিত সঙ্গে। এতে ঘামের দুর্গন্ধ যেমন রোখা যায়, তেমনই জামা-কাপড়ে দাগও বসে যায় না।

আরও পড়ুন: বৈশাখেই বিয়ে হলে জেনে নিন সহজে ট্যান তোলার ৩ উপায়

সানস্ক্রিন

গরমে সানস্ক্রিন অত্যন্ত প্রয়োজনীয়। বাইরে বেরনোর ১৫ মিনিট আগে অবশ্যই ত্বকে সানস্ক্রিন লাগান। এর ফলে সানস্ক্রিন ত্বকে ভাল ভাবে বসে যাবে ও রোদ ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE