‘‘আমার বয়স ২০। যে ছেলেটির জন্য আজ আমি সমস্যায় পড়েছি সে আমার বয়ফ্রেন্ড নয়। এত ভয় করছে যে আজ রাতে হয়তো আমি ড্রাগ ওভারডোজে নিজেকে শেষ করে দিতে পারি। কিন্তু পরিবারের লজ্জার কারণ হতে চাই না।’’ মাত্র দু’দিন আগে স্ন্যাপচ্যাটে এই মেসেজ করেন দিল্লির এক অন্তঃসত্ত্বা। সঙ্গে প্রেগন্যান্সি টেস্টের ছবি (পাশে)। আর্টিটোড নামের এক পেজেও পোস্ট করেন। তারপর কী হল? নিজের ভুলের যে কথা সবচেয়ে কাছের মানুষদের, পরিবারকে সাহস করে বলতে পারছিলেন না, কিছু অপরিচিত মানুষদের সহমর্মিতায় কী ভাবে সেখান থেকেই ঘুরে গেল মোড় তা সত্যিই অনুপ্রাণিত করতে পারে অনেক মানুষকে। বিশেষত এই প্রজন্মকে। হতাশা, প্রতাশ্যার চাপে যারা নিজেদের শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় অকালেই। দেখে নিন সেই গল্প।
আরও পড়ুন: স্ত্রীর ইচ্ছের বিরুদ্ধে জোর করে যৌন সম্পর্ক, আসলে কিন্তু বৈবাহিক ধর্ষণ
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy