Advertisement
E-Paper

জ্যাকলিন ফার্নান্ডেজ থেকে উইলিয়ম ডালরিম্পলদের হিন্দি শিখিয়েছেন ইনি!

দিল্লিতে ইঞ্জিনিয়ারিং করছিলেন পল্লবী সিংহ। পড়াশোনার সময়ে তাঁর মনে হচ্ছিল, এটা কখনই তাঁর জীবনের লক্ষ্য ছিল না। অন্য ভাষা শেখার প্রবল ইচ্ছা মাথাচাড়া দিচ্ছিল। তখনই ফরাসি ভাষায় হাতেখড়ি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৭ ১২:৩২

দিল্লিতে ইঞ্জিনিয়ারিং করছিলেন পল্লবী সিংহ। পড়াশোনার সময়ে তাঁর মনে হচ্ছিল, এটা কখনই তাঁর জীবনের লক্ষ্য ছিল না। অন্য ভাষা শেখার প্রবল ইচ্ছা মাথাচাড়া দিচ্ছিল। তখনই ফরাসি ভাষায় হাতেখড়ি।

তবে যে ভাবে ফ্লেঞ্চ শিখছিলেন তা মোটেই পোষাচ্ছিল না পল্লবীর। কোথাও যেন খামতি থেকে যাচ্ছিল। ‘‘যেভাবে আমরা ফ্রেঞ্চ শিখি তা’তে কোনও দিনই একজন ফরাসির মতো কথা বলতে পারব না। আমার মনে হয় একজন ফরাসির সঙ্গে রোজ কথা বলতে শুরু করলে তবেই ভাল ভাবে ভাষাটা শিখতে পারব।’’

আর এই ভাবনা থেকেই পল্লবীর মাথায় উদয় হয় আরেক নতুন ভাবনার। দেশেও এমন অনেক প্রবাসী বসবাস করেন যাদের জন্য ইংরেজী শেখাটা খুব জরুরি। এরই উত্তর খুঁজতে শুরু করেন পল্লবী। তাঁরই কলেজের এক আফ্রিকান বন্ধুকে পেয়ে যান। তিনিই হয়ে যান প্রথম ছাত্র। পল্লবীর কাছে হিন্দি শিখতে শুরু করেন তিনি।

সালটা ২০১১। দিল্লি বিশ্ববিদ্যালয়ের বহু বিদেশী ছাত্র পল্লবীর কাছে হিন্দি শিখতে শুরু করেন। পল্লবী বলেন, ‘‘একজন আফ্রিকান ছাত্র আমাকে বলছেনে যে তিনি এখন বোঝেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কেন তাঁকে কালু বা কালা বলে ডাকত। আমি প্রথম কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েছিলাম। তখন থেকেই বুঝতে শুরু করি এ ভাবে আমি অনেককে সাহায্য করতে পারব।’’

২০১২ সালে পল্লবী মুম্বই পাড়ি দেন সাইকোলোজি পড়তে। সেই সময় মার্কিন দূতাবাস থেকে পল্লবীর সঙ্গে যোগাযোগ করা হয়। বিদেশিদের হিন্দি শেখাতে হবে। আর সেই ফোন কলের পর থেকেই পল্লবীকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। তখন থেকে প্রায় ৬০০-র কাছাকাছি বিদেশিকে হিন্দি শিখিয়েছেন পল্লবী। সেই তালিকায় রয়েছেন বলিউড অভিনেত্রী থেকে মডেল, সরকারি কূটনীতিক থেকে এমন বিদেশি যারা ভারতীয়কে বিয়ে করেছেন।

আরও পড়ুন: মাত্র একুশেই পাইলট, মিগ-২৯ চালাবেন আয়েশা

জ্যাকলিন ফার্নান্ডেজ, উইলিয়ম ডালরিম্পল, নাতালি ডি লুসিও, লুসিন্ডা নিকোলাসরা হলেন পল্লবী সিংহের বিদেশি তারকা ছাত্র-ছাত্রী। ঐতিহাসিক এবং লেখক উইলিয়াম ডালরিম্পল পল্লবী সম্পর্কে বলছেন, ‘‘হিন্দি ভাষার খুঁটিনাটি পল্লবী আমাদের শিখিয়ে দিয়েছেন। পুরো ব্যাপারটাই খুব আনন্দের সঙ্গে ওঁর কাছে শিখেছি।’’

Pallavi Singh William Dalrymple Jacqueline Fernandez
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy