Advertisement
১৭ এপ্রিল ২০২৪
Cancer

আর ১৪ বছরের মধ্যেই বিশ্বে ৫০ লক্ষেরও বেশি মহিলা আক্রান্ত হবেন ক্যানসারে, বলছে সমীক্ষা

সারা বিশ্বে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে ক্যানসার। গবেষকরা জানাচ্ছেন, এই মারণরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে অনেক বেশি। ২০৩০ সালের মধ্যে বিশ্বে ৫০ লক্ষেরও বেশি মহিলা এই রোগে আক্রান্ত হবেন।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৬ ১৫:১৬
Share: Save:

সারা বিশ্বে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে ক্যানসার। গবেষকরা জানাচ্ছেন, এই মারণরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে অনেক বেশি। ২০৩০ সালের মধ্যে বিশ্বে ৫০ লক্ষেরও বেশি মহিলা এই রোগে আক্রান্ত হবেন।

বাড়তে থাকা জনসংখ্যাকেই এর অন্যতম কারণ বলে মনে করছেন গবেষকরা। দরিদ্র ও মধ্যবিত্ত মহিলারাই ক্যানসারে বেশি আক্রান্ত হবেন বলে মনে করছেন তারা। আমেরিকান ক্যানসার সোসাইটির সিনিয়র ভাইস প্রেসি়ডেন্ট অব গ্লোবাল হেলথ স্যালি কোওয়াল জানাচ্ছেন, অল্পবসী ও মাঝবয়সী মহিলারা ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। যার ফলে ক্রমশই আর্থিক সঙ্গতি হারাচ্ছে তাঁদের পরিবার। কম উন্নত দেশগুলোতে ক্যানসারের চিকিত্সার অব্যবস্থা ও খরচের ছবিটাও উঠে এসেছে সমীক্ষায়।

এই মুহূর্তে বিশ্বের প্রতি সাত জন মহিলার মধ্যে এক জনের মৃত্যু হয় ক্যানসারে। তবে গবেষকরা জানাচ্ছেন, বিশ্বের সবচেয়ে ভয়াবহ চার ক্যানসার স্তন, কোল্যাটারাল, ফুসফুস ও সার্ভিকাল ক্যানসারের সব ক’টাই রোখা যায়, এবং প্রাথমিক পর্যায় ধরা পড়লে সফল চিকিত্সাও সম্ভব। বিশ্বের উন্নত দেশগুলোতে ক্যানসারে শনাক্তকরণ ও চিকিত্সা হলেও, অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে ক্যানসারের যথাযথ চিকিত্সা না হওয়ার কারণে মৃত্যু অনেক বেশি হয়। এই সব দেশের মহিলাদেরও ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে। অস্বাস্থ্যকর ডায়েট, ওজন, সন্তানধারণ, বেশি বয়সে সন্তানধারণের কারণে এই ঝুঁকি ক্রমশই বাড়ছে।

দ্য গ্লোবাল বার্ডেন অব ক্যানসার ইন উইমেন শিরোনামে এই রিপোর্ট প্যারিসের ওয়ার্ল্ড ক্যানসার কংগ্রেসে প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন: মায়ের গর্ভে কীসের মধ্যে ভেসে থাকে শিশু? জানলে অবাক হবেন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cancer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE