Advertisement
E-Paper

বিয়েতে ভারতীয় দুই ডিজ়াইনারের নকশা করা পোশাক পরলেন নওয়াজ় শরিফের পৌত্রের বধূ! পাকিস্তানে সমালোচনা

নওয়াজ়ের কন্যা, তথা পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজ়ের পুত্র জুনেদ সফদার গাঁটছড়া বেঁধেছেন শানজ়ে আলি রোহেলের সঙ্গে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ১৭:২৪
নওয়াজ় শরিফের পৌত্রের বধূ শানজ়ের পরনে তরুণ তাহিলিয়ানি (বাঁ দিকে) এবং সব্যসাচী মুখোপাধ্যায়ের (ডান দিকে) নকশা করা পোশাক।

নওয়াজ় শরিফের পৌত্রের বধূ শানজ়ের পরনে তরুণ তাহিলিয়ানি (বাঁ দিকে) এবং সব্যসাচী মুখোপাধ্যায়ের (ডান দিকে) নকশা করা পোশাক। ছবি: সংগৃহীত।

পকেটে রেস্ত থাকলে নিজের বিয়েতে ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায় বা তরুণ তাহিলিয়ানির নকশা করা পোশাক পরাই যায়। এ দেশের বা প্রবাসী ভারতীয় সেলেব্রিটিরা নিজের বিয়ের কোনও না কোনও অনুষ্ঠানে তাঁদের নকশা করা পোশাক পরেন। এখন সেটাই ‘ট্রেন্ড’। এ বার তাঁদের নকশা করা পোশাক পরে বিয়েতে সাজলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ় শরিফের পৌত্রের বধূ। আর তাতেই তৈরি হল বিতর্ক। বিয়ের ছবি দেখে পাকিস্তানের সমাজমাধ্যমে ব্যবহারকারীরা শুরু করেছেন সমালোচনা।

নওয়াজ়ের কন্যা, তথা পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজ়ের পুত্র জুনেদ সফদার গাঁটছড়া বেঁধেছেন শানজ়ে আলি রোহেলের সঙ্গে। শানজ়ে রাজনীতিক শেখ রোহেল আসগারের কন্যা। শনিবার লাহৌরে নওয়াজ়ের পৈতৃক ভিটে জাতি উমরায় বসেছিল বিয়ের আসর। বিয়ের দিন তরুণ তাহিলিয়ানির নকশা করা একটি লাল শাড়ি পরেছিলেন শানজ়ে। বিয়ের আগের দিন মেহেন্দির অনুষ্ঠানে সব্যসাচীর নকশা করা লেহেঙ্গা পরেছিলেন কনে।

বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে শুরু হয়েছে সমালোচনা। পাকিস্তানের কোনও কোনও ব্যক্তির অভিযোগ, নিজের দেশের ডিজ়াইনারদের সুযোগ না দিয়ে ভারতের লোকজনকে সুযোগ দিয়েছেন শানজ়ে, যা ঠিক হয়নি। অনেকে নববধূর দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলেছেন। পহেলগাঁওকাণ্ডের পরবর্তী সময়ে ভারতের সঙ্গে পাকিস্তানের সংঘাতের কথাও তুলেছেন তাঁরা। কেউ আবার পোশাকগুলিকে মাঝারি মানের বলে মন্তব্য করেছেন। অনেকেই আবার শানজ়ের পাশে দাঁড়িয়ে লিখেছেন, ‘‘ওর বিয়েতে ওর যা খুশি, তাই পরবে।’’ প্রসঙ্গত, এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে নিজের ভাগ্নে জ়েদ হুসেন নওয়াজ় শরিফের বিয়েতে সব্যসাচীর নকশা করা পোশাক পরেছিলেন খোদ শানজ়ের শাশুড়ি মারিয়াম। তখনও সমালোচনার মুখেই পড়েছিলেন তিনি।

Nawaz Sharif Pakistan Wedding Sabyasachi Mukherji
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy