Advertisement
০৫ মে ২০২৪

মৃত্যুর ৫৫ দিন পর সন্তানের জন্ম দিলেন মা

তাঁর মস্তিষ্কের মৃত্যু হয়েছে অনেক আগেই। কিন্তু তার পরও দেহের ভিতর ছোট্ট প্রাণটা বেঁচে ছিল। কার্যত মৃত মায়ের শরীরেই সে খুঁজে নিয়েছিল বেঁচে থাকার সঞ্জীবনী। মস্তিষ্কের মৃত্যুর প্রায় ৫৫ দিন পর শিশুর জন্ম দিলেন এক মহিলা। গত মঙ্গলবার অবিশ্বাস্য এই ঘটনা ঘটেছে পোল্যান্ডে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৬ ০৯:২৯
Share: Save:

তাঁর মস্তিষ্কের মৃত্যু হয়েছে অনেক আগেই। কিন্তু তার পরও দেহের ভিতর ছোট্ট প্রাণটা বেঁচে ছিল। কার্যত মৃত মায়ের শরীরেই সে খুঁজে নিয়েছিল বেঁচে থাকার সঞ্জীবনী। মস্তিষ্কের মৃত্যুর প্রায় ৫৫ দিন পর শিশুর জন্ম দিলেন এক মহিলা। গত মঙ্গলবার অবিশ্বাস্য এই ঘটনা ঘটেছে পোল্যান্ডে।

পোল্যান্ডের রক্ল সিটি হাসপাতালে দীর্ঘ তিন মাস ভর্তি ছিলেন ওই মহিলা। নিওনাটাল ইউনিটের শীর্ষকর্তা বারবারা ক্রোলাক বলেছেন, ‘‘এটা একটা বিরল ঘটনা। এ ভাবে শিশুটির বেঁচে থাকাটা আশ্চর্যের। যদিও প্রিম্যাচিওর অবস্থায় ওর জন্ম। কিন্তু বিশেষ কোনও জটিলতা নেই।’’

গত বছরের শেষ দিকে ৪১ বছরের ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর ব্রেন ক্যান্সার ছিল। মহিলার মস্তিষ্কের মৃত্যু হলেও পরিবারের সকলে শিশুটিকে বাঁচাতে চেয়েছিলেন। শেয পর্যন্ত প্রেগন্যান্সির ২৬ সপ্তাহের মাথায় মাত্র এক কিলোগ্রাম ওজন নিয়ে প্রি-ম্যাচিওর অবস্থায় শিশুটির জন্ম হয়। তার জন্মের পরই মায়ের লাইফ সাপোর্ট সিস্টেম খুলে দেওয়া হয়।

বারবারার কথায়, ‘‘আমাদের কাছে এটা ৫৫ দিনের একটা যুদ্ধ ছিল। শিশুটিকে ইনটেনসিভ কেয়ারে রাখা হয়েছে। ও ভাল আছে।’’

আরও পড়ুন: বন্ধ্যাত্বের চিকিত্সায় বাড়ছে স্তন ক্যানসারের ঝুঁকি, বলছে গবেষণা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Child birth Mother Miracle MostReadStories
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE