নতুন বোতলে পুরনো মদের স্বাদ আদৌ বাড়ে কি না, বাড়লে কতটা বাড়ে— জানেন পানরসিকেরা। তবে নয়া মোড়কে আদ্যিকালের মতো নরম সুতির কাপড়ের ভাঁজ করা স্যানিটারি ন্যাপকিন একই সঙ্গে মহিলাদের স্বাস্থ্য বাঁচাবে, পরিবেশ বাঁচাবে এবং আর্থিক সাশ্রয় করবে বলে কিছু নতুন সংস্থার দাবি।
জগৎসংসারের ছিছিক্কার অগ্রাহ্য করে মেয়েদের জন্য সস্তায় স্যানিটারি ন্যাপকিন বানানোর যন্ত্র তৈরি করেছিলেন অরুণাচলম মুরুগনন্থম। সেই ‘প্যাডম্যান’-এর ভারতেই গত কয়েক বছরে সাত-আটটি ‘স্টার্ট-আপ’ বা নতুন সংস্থা সিন্থেটিক ন্যাপকিনের বদলে পুরনো দিনের মতো নরম সুতির কাপড়ের উপরে ভরসা করেই বাজার ধরতে চাইছে।
৩০-৪০ বছর আগে ঋতুকালে মা-ঠাকুরমারা ঠিক যে-ধরনের কাপড় ব্যবহার করতেন, নতুন সংস্থাগুলি তাকেই আধুনিক মোড়কে পেশ করছে। তাতে লাভও হচ্ছে নজরকাড়া। বেঙ্গালুরু, পুণে, উদয়পুর, দিল্লি, তামিলনাড়ুর অরোভিলে-র মতো শহরের সঙ্গে সঙ্গে এমন স্টার্ট-আপ সংস্থা গড়ে উঠছে কলকাতাতেও। যা পুরনো, তা-ই তামাদি— এই ধারণা উল্টে দিতে চাইছে ওই সব সংস্থা। তাদের বক্তব্য, পুরনো ধ্যানধারণার পিছনে অনেক সময়েই জোরালো যুক্তি থাকে। ঋতুকালে কাপড় ব্যবহারের ব্যবস্থাটা ছিল অনেক বেশি পরিবেশবান্ধব। ফেলে দেওয়ার পরে সহজে মিশে যায় পরিবেশে। কাপড় অনেক বার ধুয়ে ব্যবহার করা যায়। তাতে খরচ বাঁচে। সর্বোপরি সিন্থেটিকের চেয়ে কাপড়ের যত্নে রক্ষা পায় মেয়েদের স্বাস্থ্য।