কিছুদিনের মধ্যেই বিয়ে? গরমে এমনিতেই নাজেহাল অবস্থা, তার উপর বিয়ের জন্য ছোটাছুটি করতে গিয়ে হয়তো নিজের যত্ন নেওয়ার সময়টাই পাচ্ছেন না। শপিং করা, চুল, ত্বকের যত্ন নেওয়ার পাশাপাশি কিন্তু হাত, পায়েরও যত্ন নেওয়া প্রয়োজন। না হলে নেল পলিশ, মেহন্দি, আলতা কিছুতেই মানাবে না। বিয়ের আগে পর্যন্ত পায়ের যত্ন নিন রোজ।
ভিজিয়ে রাখুন
পা সুন্দর রাখার জন্য নিয়মিত পরিষ্কার করা জরুরি। প্রতি দিন বাড়ি ফিরে ধুলো, ময়লা, নখের কোনে জমা নোংরা পরিষ্কার করে ফেলুন। আধ বালতি গরম জলে ১ চামচ নুন দিয়ে ১০-১৫ মিনিট পা ডুবিয়ে রাখুন। ক্লান্তি কাটাতে ২-৩ ফোঁটা ইউক্যালিপটাস অয়েল দিতে পারেন। নুন মরা কোষ দূর করতে সাহায্য করবে। ইউক্যালিপটাস অয়েল পায়ের ব্যথা কমিয়ে দেবে।