Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ভ্যালেন্টাইন’স ডে ডিনারের কিছু সহজ হেয়ারস্টাইল টিপস

ভ্যালেন্টাইন’স ডে সন্ধেবেলা কী করছেন? ডিনারের প্ল্যান তো? কোথায় যাবেন, কী পরবেন, সবই ঠিক করে ফেলেছেন। শুধু চুল নিয়ে কী করবেন সেটাই ভেহে পাচ্ছেন না। তাই তো? জেনে নিন চটজলদি কিছু হেয়ারস্টাইল। খুব সহজ। অথচ নিমেষে বদলে যাবে চেহারা।

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:২৫
Share: Save:

ভ্যালেন্টাইন’স ডে সন্ধেবেলা কী করছেন? ডিনারের প্ল্যান তো? কোথায় যাবেন, কী পরবেন, সবই ঠিক করে ফেলেছেন। শুধু চুল নিয়ে কী করবেন সেটাই ভেহে পাচ্ছেন না। তাই তো? জেনে নিন চটজলদি কিছু হেয়ারস্টাইল। খুব সহজ। অথচ নিমেষে বদলে যাবে চেহারা।

ক্লিপ আপ হাফ এ

এই ধরণের স্টাইলিশ হেয়ার স্টাইলের জন্য দরকার একটা হেয়ার ক্লিপ আর একটা কায়দার স্ট্রেক। চুলের একটা অংশ ঢানদিকে অথবা বাঁ দিকে গোছা করে সরিয়ে আনুন। অথবা সামনের দিকে চুলের গোছা টেনে পিছনের দিকে টেনে একটু ফুলিয়ে ক্রাউনের মত করে পিছনে ক্লিপ দিয়ে আঁটকান। চুল কম হলেও এই কায়দা দারুণ ক্যামোফ্লেজ করতে পারে। মনে হবে আপনার বোধহয় এক ঢাল চুল রয়েছে।

লো পনিটেল

লো পনিটেল সবসময়ই ফ্যাসানে ইন। মেইনটেন করা সোজা। মিনিট খানেক সময় লাগে। চুলে ভাল করে স্প্রে করুন। নীচের দিকে হালকা করে একটা ক্লিপ লাগিয়ে নিন। ব্যস। কমপ্লিট আপনার কেশ সজ্জা।

৫ সেকেন্ড টপ নট

মাথায় চুড়ো করে একটা পনিটেল বেঁধে ফেলুন। পনি টাকে টুইস্ট করে একটা বান বানান। এ বার ভাল করে এতে শাইনিং সেরাম দিন।

আরও পড়ুন: অফিসের ব্যাগে যে ১২টা জিনিস থাকতেই হবে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hairstyle Valentine's Day style
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE