Advertisement
১৯ এপ্রিল ২০২৪

অধরাকে ছোঁয়ার আশায় আন্তর্জাতিক নারী দিবসে গুগ্‌লের ডুডল

অধরা স্বপ্ন ছোঁয়ার ইচ্ছে। স্বপ্নপূরণে আশায় এখনও পথ চেয়ে দুনিয়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সাদা-কালো-বাদামি নারীরা। আসলে ‘গ্লাস সিলিং’ যে এখনও ভাঙেনি! তাই ‘একদিন আমি...’ অলিম্পিকে সোনা, নিজের রেস্তোরাঁ, মেজর লিগে খেলা, পছন্দের মানুষকে আপন করা, প্রতিটি মেয়ের স্কুলশিক্ষা... স্বপ্নের শেষ নেই। তা পূরণের শপথও ফের মনে পড়াল গুগ্‌লের ডুডল।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৬ ১১:২৫
Share: Save:

অধরা স্বপ্ন ছোঁয়ার ইচ্ছে। স্বপ্নপূরণে আশায় এখনও পথ চেয়ে দুনিয়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সাদা-কালো-বাদামি নারীরা। আসলে ‘গ্লাস সিলিং’ যে এখনও ভাঙেনি! তাই ‘একদিন আমি...’ অলিম্পিকে সোনা, নিজের রেস্তোরাঁ, মেজর লিগে খেলা, পছন্দের মানুষকে আপন করা, প্রতিটি মেয়ের স্কুলশিক্ষা... স্বপ্নের শেষ নেই। তা পূরণের শপথও ফের মনে পড়াল গুগ্‌লের ডুডল।

আন্তর্জাতিক নারী দিবসে বহুজাতিক সংস্থাটির হোম পেজে উঠে এল দুনিয়ার ১৩টি দেশের ৩৩৭ নারীর স্বপ্নের কথা। দিদা থেকে সদ্য স্কুলের গণ্ডি পেরোনো কিশোরী, মাঝবয়সী মহিলা থেকে সন্তানসম্ভাবা তরুণী— নিজের মনের কোণে লুকোনো ইচ্ছেকে এক কথায় প্রকাশ করলেন তাঁরা। নারী দিবস উপলক্ষ্যে গুগ্‌লের ছোড়া একটি অসম্পূর্ণ বাক্য ‘ওয়ান ডে আই উইল...’কে সম্পূর্ণ করলেন তাঁরা।

আরও পড়ুন

আজ আপনাদের বলি, এক পরিচালক আমার সঙ্গে কী করেছিলেন...

সান ফ্রান্সিসকো, রিও, মেক্সিকো, লাগোস, মস্কো, বার্লিন, লন্ডন, প্যারিস, নয়াদিল্লি, জাকার্তা বা টোকিও শহরের মহিলারা বললেন, ‘এক দিন আমি...’। নাম না জানাদের মহিলাদের সঙ্গে এই প্রচারে গলা মিলিয়েছেন কন্যাসন্তানদের শিক্ষা নিয়ে লড়াই জারি রাখা পাকিস্তানের নোবেল শান্তি পুরস্কার বিজেতা মালালা ইউসুফজাই বা একই দাবিতে সরব হওয়া ১৭ বছরের সিরীয় কিশোরী মেজুন আলমেলেহান। স্বপ্নপূরণের আশায় বললেন, ‘এক দিন আমরা সব মেয়েদের স্কুলে যেতে দেখব’।

দেখে নিন সেই ডুডল

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Women's Day Special
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE