Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ওপেনারের সেঞ্চুরি সত্ত্বেও হার ভারতের, ধোনিকে চারে চান রোহিত

দেশ থেকে ফিরে এসেই দুরন্ত সেঞ্চুরি করলেন তিনি। কিন্তু রোহিত শর্মার ১২৯ বলে ১৩৩ রান ভারতকে প্রথম ওয়ান ডে জেতাতে পারল না। অস্ট্রেলিয়ার পাঁচ উইকেটে ২৮৮ রানের জবাবে ভারত থেমে গেল নয় উইকেটে ২৫৪ রানে। 

আউট হওয়ার পরে রোহিতকে অভিনন্দন ফিঞ্চের। সিডনিতে। এপি,

আউট হওয়ার পরে রোহিতকে অভিনন্দন ফিঞ্চের। সিডনিতে। এপি,

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০১৯ ০৩:৩৭
Share: Save:

দেশ থেকে ফিরে এসেই দুরন্ত সেঞ্চুরি করলেন তিনি। কিন্তু রোহিত শর্মার ১২৯ বলে ১৩৩ রান ভারতকে প্রথম ওয়ান ডে জেতাতে পারল না। অস্ট্রেলিয়ার পাঁচ উইকেটে ২৮৮ রানের জবাবে ভারত থেমে গেল নয় উইকেটে ২৫৪ রানে।

নিজের বাইশতম ওয়ান ডে সেঞ্চুরি করে সৌরভ গঙ্গোপাধ্যায়কে ছুঁলেন রোহিত। কিন্তু তাঁর আক্ষেপ যাচ্ছে না। ভারতীয় ওপেনার বলছেন, ‘‘অস্ট্রেলিয়ার মাটিতে চারটে সেঞ্চুরি করলাম। কিন্তু একটাতেও জিততে পারিনি। এই একটা পরিসংখ্যান আমি বদলাতে চাই।’’ মহেন্দ্র সিংহ ধোনি প্রসঙ্গে রোহিতের মন্তব্য, ‘‘আমার ব্যক্তিগত মত হল, ধোনি চার নম্বরে ব্যাট করলেই দলের ভাল হবে। তবে আমাদের রায়ডুও আছে। যে আবার চার নম্বরে ভাল ব্যাট করছে। এখন অধিনায়ক এবং কোচকেই সিদ্ধান্ত নিতে হবে চারে কে খেলবে।’’

ধোনি ও তাঁর যুগলবন্দি নিয়ে রোহিত বলেছেন, ‘‘আমরা একটু সময় নিয়ে খেলছিলাম। ওই সময় উইকেট পড়ে গেলে তখনই হার নিশ্চিত হয়ে যেত।’’ ধোনি কি একটু মন্থর ব্যাটিং করেননি? রোহিতের ব্যাখ্যা, ‘‘কেরিয়ারে ধোনির স্ট্রাইক রেট নব্বইয়ের আশে পাশে। এ দিনের পরিস্থিতিটা অন্য ছিল। তিনটে উইকেট পড়ে গিয়েছিল। আমরা বড় রানের জুটি গড়তে চেয়েছিলাম। একশো রানের জুটি অত সহজে হয় না। একটু সময় নিতে চেয়েছিলাম। তাই অনেক ডট বল (যে বলে রান হয় না) হয়েছে।’’ রোহিত যোগ করেন, ‘‘আমিও মন্থর খেলেছি। ধোনি পাঁচ নম্বরে এসে বড় রান করার লক্ষ্যে ব্যাট করছিল। ক্রিকেট জীবনে যেখানে প্রয়োজন হয়েছে, সেখানেই ও ব্যাট করেছে।’’

আরও পড়ুন: হার্দিকদের দেশে ফেরানো নিয়ে নাটক, তীব্র মতভেদ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE