Advertisement
১৯ এপ্রিল ২০২৪

রাহুলকে বাঁ হাতি বানাল আইসিসি

আইসিসির এই কীর্তি অবশ্য নতুন নয়। এর আগে সচিন তেন্ডুলকরের সঙ্গে বেন স্টোকসের একটি ছবি পোস্ট করে আইসিসি টুইট করেছিল, ‘‘সর্বকালের সেরা ক্রিকেটার এবং সচিন তেন্ডুলকর।’’ যা নিয়ে প্রবল অসন্তোষ ছড়িয়েছিল ভারতীয় সমর্থকদের মধ্যে।

অতিথি: চিন্নাস্বামীতে দ্রাবিড়কে স্বাগত জানালেন ভারতীয় দলের হেড কোচ শাস্ত্রী।

অতিথি: চিন্নাস্বামীতে দ্রাবিড়কে স্বাগত জানালেন ভারতীয় দলের হেড কোচ শাস্ত্রী।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৯ ০৬:০৫
Share: Save:

গত বছর পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে আইসিসির হল অফ ফেমে অন্তর্ভুক্ত হওয়া কিংবদন্তি ভারতীয় ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়কে ‘বাঁ-হাতি’ উল্লেখ করে বিতর্কের মুখে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার হল অফ ফেমের ওয়েবসাইটে রাহুল দ্রাবিড়ের পরিচয় দেওয়া হয়েছে ‘বাঁ-হাতি’ ব্যাটসম্যান বলে। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল হইচই হচ্ছে।

আইসিসির এই কীর্তি অবশ্য নতুন নয়। এর আগে সচিন তেন্ডুলকরের সঙ্গে বেন স্টোকসের একটি ছবি পোস্ট করে আইসিসি টুইট করেছিল, ‘‘সর্বকালের সেরা ক্রিকেটার এবং সচিন তেন্ডুলকর।’’ যা নিয়ে প্রবল অসন্তোষ ছড়িয়েছিল ভারতীয় সমর্থকদের মধ্যে।

গত বছর তিরুঅনন্তপুরমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের পঞ্চম ওয়ান ডে-র আগে হল অফ ফেমে অন্তর্ভুক্ত করার অনুষ্ঠানে দ্রাবিড়ের হাতে স্মারক টুপি তুলে দিয়েছিলেন সুনীল গাওস্কর। যাঁকে আগেই হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তা ছাড়াও আইসিসি এই সম্মান দেয় রিকি পন্টিং ও ইংল্যান্ডের মহিলা ক্রিকেটার ক্লেয়ার টেলরকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ICC Rahul Dravid
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE